Mahindra XUV700: ২ দিনে ৫০,০০০ বুকিং, নজির গড়ল মহিন্দ্রা
Mahindra XUV700: কোম্পানি দাবি করেছে, শুক্রবারের মধ্যেই তাদের নতুন এসইউভির বুকিং পেরিয়েছে ৫০ হাজারের সংখ্যা। ডিলারশিপ ও অনলাইনে মিলিয়ে এই সাড়া পেয়েছে তারা।
নয়াদিল্লি: বুকিং উইনডো খোলার দু'দিনের মধ্যেই দারুণ সাড়া পেল Mahindra XUV700। কোম্পানি দাবি করেছে, শুক্রবারের মধ্যেই তাদের নতুন এসইউভির বুকিং পেরিয়েছে ৫০ হাজারের সংখ্যা। ডিলারশিপ ও অনলাইনে মিলিয়ে এই সাড়া পেয়েছে তারা।
কোম্পানির মতে, বুকিংয়ের প্রথম দিন ৫৭ মিনিটের মধ্যেই ২৫,০০০ Mahindra XUV700-এর বুকিং পেয়ে যান তারা। শুক্রবার অবশ্য চিত্রটায় সামান্য বদল হয়।২ ঘণ্টার মধ্যে ২৫ হাজার গাড়ির বুকিং পেতে সমর্থ হয় মহিন্দ্রা। দেশে ১১.৯৯ লক্ষ টাকার ইনট্রোডাকটারি প্রাইসে লঞ্চ করা হয় এই এসইউভি। পাঁচ আসনের MX ভ্যারিয়েন্টের এই দাম রাখে কোম্পানি। যদিও প্রথম ২৫,০০০ বুকিংয়ের পর থেকেই বদলে দেওয়া হয় এই ইনট্রোডাকটারি প্রাইস। ১২.৪৯ লক্ষ টাকার অন্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও বাড়িয়ে দেওয়া হয়েছে দাম। যদিও এ সবই অবশ্য গাড়ির এক্স শোরুম প্রাইস।
সব মিলিয়ে মোট চারটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে মহিন্দ্রা। MX, AX3, AX5 ও AX7 এই চারটি ভার্সনে রাস্তায় নামবে গাড়ি। ৫ আসন ছাড়াও ৭ আসনের অপশন রয়েছে গাড়িতে। এ ছাড়াও A7 লাক্জারি ট্রিম ভার্সন আনছে কোম্পানি। ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনে পাওয়া যাবে এই গাড়িতে।অলিম্পিক্সে ভারতের সোনাজয়ীদের কুর্নিশ জানাতে xuv700-র 'জ্যাভলিন' এডিশন আনছে মহিন্দ্রা। নিজেই এই কথা জানিয়েছেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা।
মহিন্দ্রার গাড়িতে টার্বোচার্জড এমহক ইঞ্জিন দেওয়া হয়েছে। ম্যানুয়ালে যা ৪২০ এনএম-এর টর্ক দেবে। অটোম্যাটিকের ক্ষেত্রে ৪৫০ এনএম টর্ক দেবে এই এসইউভি। এ ছাড়াও রয়েছে এমস্ট্যালিয়ন গ্যাসোলিন ইঞ্জিনের অপশন। ২০০ পিএস পাওয়ারে ৩৮০ এনএম-এর টর্ক দেয় এই ইঞ্জিন। (০-৬) কিলোমিটারে পাওয়ার পেতে ৪.৬ সেকেন্ড নেবে এই জায়ান্ট কার। একবার প্যাডেল ফ্ল্যাপ করলেই ২০০ বিএইচপি পাবেন চালক। গাড়িতে দেওয়া হয়েছে, জিপ-জ্যাপ-জুম তিনটে পাওয়ার মোড।
কেবিনে প্রথমেই নজরে পড়বে ডুয়েল ১০.২৫ ইঞ্চির টাচ ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। অ্যাড্রেনো নক্সের ভয়েজ কমান্ডে চলবে এই সিস্টেম। কোম্পানির দাবি, দেশে প্রথম 'অ্যালেক্সা ভয়েজ কমান্ড' নিয়ে এসেছে এই এসইউভি। অ্যাড্রনক্সের পাশাপাশি যা কাজে লাগবে যাত্রীদের। স্কাইরুফ খোলা বা জানালা বন্ধ করতে কাজে দেবে অ্যালেক্সার ভয়েজ কমান্ড। গাড়িতে সোনির মিউজিক সিস্টেম দিয়েছে কোম্পানি। সব মিলিয়ে ১২টি স্পিকারের থ্রিডি স্যারাউন্ড সাউন্ড প্রযুক্তির অভিজ্ঞতা পাবেন যাত্রী।
এবার গাড়িতে ক্ল্যাডিং ও রুফ রেইলস দিয়েছে মহিন্দ্রা। XUV500-এর থেকে আকারে বড় টেইল ল্যাম্প দেওয়া হয়েছে পিছনে। সেভেন সিটার হওয়ার কারণে থার্ড রো-এ বড় গ্লাস এরিয়া রাখা হয়েছে। যাতে পিছনের আসনে বসা যাত্রী স্বাচ্ছন্দ্য বোধ করেন। গাড়িতে ফ্লাশ ডোর হ্যান্ডেল ছাড়াও অটোমেটিক ভয়েজ অ্যালার্ট রয়েছে। প্রতিযোগী কোম্পানির এসইউভিগুলোর মতোই এতে দেওয়া হয়েছে বড় সানরুফ।
আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল
আরও পড়ুন : Honda BR-V Launch: ভোল বদলে প্রিমিয়াম লুক, প্রকাশ্যে এল নতুন Honda BR-V
আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125
আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV