Mr. Beast Net Worth: মাত্র ২৭ বছরেই ১০০ কোটি ডলারের সম্পদের মালিক, বিশ্বের অন্যতম কনিষ্ঠ কোটিপতি এখন এই ইউটিউবার
Mr. Beast's Net Worth Hits 1 Billion Dollars: নিজের লক্ষ্য সম্পর্কে বরাবর স্পষ্টবাদী ছিলেন মিস্টার বিস্ট। তিনি জানিয়েছিলেন যে যা কিছু তিনি অর্জন করবেন, উপার্জন করবেন সবই তিনি দান করে যাবেন।

YouTuber Net Worth: জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট সম্প্রতি বিশ্বের সবথেকে কম বয়সী কোটিপতিদের মধ্যে জায়গা করে নিয়েছেন। সংবাদসূত্র অনুসারে ২৭ বছর বয়সী এই ইউটিউবার বর্তমানে ১ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০০ কোটি ডলারের (Mr. Beast Net Worth) মালিক। এক মাসেই তিনি ৫০ মিলিয়ন ডলার আয় করেন এখন। এখন তাঁর ১০০ কোটি ডলারের সম্পদের মাধ্যমে মিস্টার বিস্ট এখন বিশ্বের মধ্যে অষ্টম কনিষ্ঠ কোটিপতির আসনে।
মিস্টার বিস্ট সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন, সেগুলির মধ্যে একটিত দেখা যাচ্ছে তিনি এক হাতে বেশ কিছু নোটের বাণ্ডিল (Mr. Beast Net Worth) ধরে আছেন। তাঁর অল্টার ইগো মিস্টার লিনের মিমের মত পোজ দিয়ে এই ছবি তুলেছিলেন মিস্টার বিস্ট। মিস্টার লিন আদপে মিস্টার বিস্টেরই একটি ভাইরাল ভার্সন যা সমাজমাধ্যমে হুড ভার্সন নামে পরিচিত। এই মিমে তাঁকে সাধারণত জমকালো পোশাক পরে অতিরঞ্জিত স্টাইলে টাকা দেখাতে লক্ষ করা যায়। 'শো-অফ' করে এই মিস্টার লিন। এই সমস্ত ছবিতে একটি ক্যাপশনে মিস্টার বিস্ট লেখেন, 'আপনার এবার আমার মিম নতুন করে তৈরি করা বন্ধ করার জন্য বলতে পারেন।'
স্টিভেন বার্লেটের পডকাস্ট 'ডায়েরি অফ এ সিইও'তে আসার কয়ে মাসের মধ্যেই জীবনের এই বড় মাইলফলক অর্জন করেন মিস্টার বিস্ট। তিনি সেই পডকাস্টে বলেছিলেন যে তিনি আদপে একজন খাতায়-কলমে কোটিপতি হলেও বাস্তবে কোটিপতি নন। তাঁর কথায়, 'আমার আসল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার কম রয়েছে। আমি এর মধ্যে খুব কম টাকা নিজেকে দিই। কিন্তু আমার বেশ কয়েকজন সহকারী আছেন, আর তাদেরকে টাকা দিতে হয় এবং সেই সঙ্গে আমার নিজের মাস চালানোর জন্য নিজেকেও কিছু টাকা দিই আমি'।
নিজের লক্ষ্য সম্পর্কে বরাবর স্পষ্টবাদী ছিলেন মিস্টার বিস্ট। তিনি জানিয়েছিলেন যে যা কিছু তিনি অর্জন করবেন, উপার্জন করবেন সবই তিনি দান করে যাবেন। ২০১৯ সালে এক্স পোস্টে তিনি লেখেন, 'আমি জানি অনেকেই নিশ্চিতভাবে এই কথা বিশ্বাস করবে না, কিন্তু আমার জীবনের লক্ষ্য হল কিছু টাকা বানানো, আর মৃত্যুর আগে নিজের জন্য যথাসম্ভব কাজ করে সব টাকা বিলিয়ে দেওয়া। আমি কোনওভাবেই অর্থহীন জীবন কাটাতে চাই না। আমি একটা দাগ রেখে যেতে চাই এবং আমার বৃদ্ধ বয়সে আমি নিজেকে আরও সমৃদ্ধ করতে চাই'।






















