Multibagger Share: ৪ বছরেই ৫ গুণ বাড়ত আপনার টাকা, দেখেছেন এই শেয়ার ?
Penny Stock: শেষ এক বছরে এই শেয়ারের দাম বেড়েছে ২৯০ শতাংশ এবং ২০২৪ সালেই শুধু সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩৪.৫ শতাংশ। ৩ মাসের মধ্যে ২ মাসই টানা সবুজ জোনে ছিল এই সংস্থার শেয়ার।
Penny Stock: SJVN-এই পেনিস্টকে এসেছে মাল্টিব্যাগার রিটার্ন। শেষ ৪ বছরে এই স্টকে বিনিয়োগ থাকলে আপনি রিটার্ন পেতেন ৪৯০ শতাংশ। ২০.৭৫ টাকা থেকে এই স্টকের দাম বেড়ে হয়েছে ১২২.৪০ টাকা। অর্থাৎ আজ থেকে চার বছর আগে কেউ যদি ১ লাখ টাকা এই স্টকে বিনিয়োগ করতেন, তাহলে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৫.৯ লাখ টাকা রিটার্ন পেতেন।
সংস্থার ব্যবসা
SJVN লিমিটেড তাঁর সহযোগী সংস্থাগুলির সঙ্গে ভারত, নেপাল ও ভুটানে বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ বিক্রির সঙ্গে জড়িত। এই সংস্থা তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং বায়ুশক্তি, সৌরশক্তি ও পাওয়ার ট্রান্সমিশনের সঙ্গে জড়িত। এছাড়াও এই সংস্থা জলবিদ্যুৎ প্রকল্প, হাইওয়ে টানেল, রেলওয়ে টানেল নির্মাণের সঙ্গে যুক্ত এবং এই সংক্রান্ত ব্যবস্থাপনা পরিষেবা দিয়ে থাকে সংস্থা।
সংস্থার আগের নাম ছিল সতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড এবং ২০০৯ সালে এই সংস্থার নাম হয় SJVN। ১৯৮৮ সালে এই সংস্থা তৈরি হয়, মূলত ভারতের সিমলাতে গড়ে উঠেছে এই সংস্থার ব্যবসা।
সংস্থার শেয়ারের রিটার্ন
শেষ এক বছরে এই শেয়ারের দাম বেড়েছে ২৯০ শতাংশ এবং ২০২৪ সালেই শুধু সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩৪.৫ শতাংশ। ৩ মাসের মধ্যে ২ মাসই টানা সবুজ জোনে ছিল এই সংস্থার শেয়ার। মার্চ মাসে এর শেয়ারের দাম ১ শতাংশ লাফ দেয়। ফেব্রুয়ারি মাসে যদিও এর দাম কমেছিল ৮ শতাংশে, আর গত জানুয়ারি মাসে বেড়েছিল এক লাফে ৪৫ শতাংশ। এখন SJVN-এর শেয়ারের দাম ট্রেড করছে ১২২.৪০ টাকায়। এর রেকর্ড উচ্চতা ১৭০.৪৫ টাকা থেকে ২৮ শতাংশ পড়ে গিয়েছে দাম। SJVN-এর দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ৩০.৩৯ টাকা থেকে ৩০৩ শতাংশ বেড়েছে।
সংস্থার আয়ও বেড়েছে
SJVN-এর নেট মুনাফা ইয়ার-অন-ইয়ার বেসিসে ১৩৯ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ ৫১.৬ শতাংশ কমে গিয়েছে দাম। গত বছর সংস্থা জানিয়েছিল এর ২৮৭ কোটি টাকা মুনাফা হয়েছে। আগের অর্থবর্ষের থেকে সংস্থার রেভিনিউ থেকে আয় ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫২ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Multibagger Stock: ১০ হাজার টাকা থেকেই ২.৫ লাখ রিটার্ন ! এই FMCG পেনিস্টকে মিলেছে বিপুল মুনাফা