Multibagger Stocks: ১০ বছরে ১ লাখ থেকে ৮০ লাখ রিটার্ন ! এই মাল্টিব্যাগার শেয়ার আগে দেখেছেন ?
APL Apollo Tubes Share: শেষ ৫ বছরে এই সংস্থার স্টকের দাম বেড়েছে ১০০০ শতাংশ। আর বিগত ১০ বছরের হিসেব ধরলে এপিএল অ্যাপোলো টিউবের শেয়ারের দাম ৮০০০ শতাংশ বেড়েছে।
![Multibagger Stocks: ১০ বছরে ১ লাখ থেকে ৮০ লাখ রিটার্ন ! এই মাল্টিব্যাগার শেয়ার আগে দেখেছেন ? Multibagger Stocks APL Apollo Tubes turns 1 lakh to 80 lakhs in 10 years see details Multibagger Stocks: ১০ বছরে ১ লাখ থেকে ৮০ লাখ রিটার্ন ! এই মাল্টিব্যাগার শেয়ার আগে দেখেছেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/32ed6fd3b155ad6a627fff1a7ec85b501712309828880900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Share Market: এককথায় মাল্টিব্যাগার স্টক। মাত্র ১০ বছরের মধ্যেই বিপুল রিটার্ন এনে দিয়েছে এই স্টক। ১ লাখ টাকাকে ৮০ লাখ বানিয়েছে এই স্মলক্যাপ শেয়ার (Multibagger Stocks)। আগে দেখেছেন ? জানেন কোন সংস্থার শেয়ারে (Small Cap Stock) এসেছে এমন বিপুল মুনাফা ?
কোন সংস্থার শেয়ার ?
সংস্থার নাম এপিএল অ্যাপোলো টিউবস (APL Apollo Tubes)। গত ৪ এপ্রিল এই সংস্থার শেয়ারের দাম বাজারে ১ শতাংশ পড়ে ১৫২৮ টাকায় ট্রেড করছিল। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা ছিল ১৮০০ টাকা। ফলে এই শেয়ারের দামে অনেকটাই পতন এসেছে দেখা যাচ্ছে। কিন্তু এই শেয়ারেই ১০ বছরে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে।
শেয়ারের দামে ওঠানামা
গত ৫ দিনে এপিএল অ্যাপোলো টিউবসের (APL Apollo Tubes) শেয়ারের দাম ৮ শতাংশ বেড়েছে। আর শেষ এক মাসের হিসেব ধরলে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ। দেখা গিয়েছে, এক মাসে যদি এই সংস্থার শেয়ার ৬ শতাংশ কমে, তাহলে সেই বছরে ৩৩ শতাংশেরও বেশি রিটার্ন এনে দিয়েছে এপিএল অ্যাপোলো টিউবসের শেয়ার।
মাল্টিব্যাগার স্টক
লং টার্মের বিচারে একটা সত্যিকারের মাল্টিব্যাগার স্টক (Multibagger Stocks) হিসেবে নিজেকে প্রমাণ করেছে এপিএল অ্যাপোলো টিউবস। শেষ ৫ বছরে এই সংস্থার স্টকের দাম বেড়েছে ১০০০ শতাংশ। আর বিগত ১০ বছরের হিসেব ধরলে এপিএল অ্যাপোলো টিউবের শেয়ারের দাম ৮০০০ শতাংশ বেড়েছে। এককথায় যা অবিশ্বাস্য।
ব্রোকারেজ ফার্মের কী মনোভাব
ব্রোকারেজ ফার্ম মোতিলাল অসওয়ালের মনে হয়, এই শেয়ার এখন তাঁর ৫২ সপ্তাহের দামের থেকেও নিচে ট্রেড করছে। ১৫২৮ টাকায় ট্রেড করলেও এখনও এই শেয়ার কিনে রাখা যায়। মোতিলাল অসওয়াল এই শেয়ার কেনার জন্য টার্গেট দিয়েছে ১৮০০ টাকার সীমা। এই ব্রোকারেজ সংস্থার দাবি, অদূর ভবিষ্যতে এই সংস্থার চাহিদা বাজারে কম থাকতে পারে, কিন্তু তাতে সংস্থার উপর বড় কোনও প্রভাব পড়বে না। সংস্থার ধারণা যে, লোকসভা নির্বাচনের পরে এই শেয়ারের দাম বাড়তে পারে। নির্বাচনের পরে ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বর্ধিত চাহিদার নিরিখে শেয়ারের দাম বাড়তে পারে বলে জানা গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)