SEBI Warning: বিদেশের বাজারে করা যাবে না এর বেশি বিনিয়োগ,কাদের জন্য কড়া হল সেবি ?
Mutual Fund: মিউচুয়াল ফান্ড বিদেশি এক্সচেঞ্জে ইটিএফ-এর মাধ্য়মে বিনিয়োগ করে, তাদের ক্ষেত্রে সীমারেখা বেঁধে দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।
Mutual Fund: বিদেশের বাজারে (Foreign Exchange) মিউচুয়াল ফান্ড স্কিমের (Mutual Fund Schemes) ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া(SEBI)। যে সব মিউচুয়াল ফান্ড বিদেশি এক্সচেঞ্জে ইটিএফ-এর মাধ্য়মে বিনিয়োগ করে, তাদের ক্ষেত্রে সীমারেখা বেঁধে দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। অন্তত তেমনই জানিয়েছেন,Quantum AMC-র সিআইও চিরাগ মেহতা।
কী বিধিনিষেধ করেছে সেবি
বিদেশের বাজারে যখন ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বিনিয়োগ ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে তখন এই সিদ্ধান্ত নিয়েছে সেবি। যেখানে এই বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলারে মধ্যে রাখতে বলা হয়েছে। বিদিশি মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রার দর বিশ্ববাজারে যাতে ভারসাম্যের মধ্যে থাকে,সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
কেন এই সিদ্ধান্ত
বোকারেজ সংস্থা অ্যাঞ্জেল ওয়ানের জানিয়েছে, Association of Mutual Funds India (AMFI) এই বিষয়ে একটি নির্দেশ পেয়েছে। সেবির তরফে পাঠানো হয়েছে এই বার্তা। বাজার বিশেষজ্ঞদের মতে, মূলত ইটিএফে বিনিয়োগের ঊর্ধ্বসীমা না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই এই বিষয়ে একটি গাইডলাইন তৈরি করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে বিদেশের বাজারে ইটিএফের মাধ্যমে মিউচুয়াল ফান্ডগুলি সেই ঊর্ধ্বসীমা না মানায় এই বার্তা দেওয়া হয়েছে।
এছাড়াও এই ব্রোকারেজ ফার্মকে সতর্ক করেছে সেবি
ব্রোকারেজ ফার্ম ICICI সিকিউরিটিজ বাজার নিয়ন্ত্রক SEBI থেকে কড়া সতর্কতা পেয়েছে। শুক্রবার বাজার নিয়ন্ত্রক সংস্থাটিকে একটি প্রশাসনিক সতর্কবার্তা দিয়েছে, যা সংস্থাটি নিজেই স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে।
সেবি তদন্ত শেষ হয়েছে ডিসেম্বরে
আইসিআইসিআই সিকিউরিটিজের বুক ও অ্যাকাউন্ট দেখার পর সেবি-র এই সতর্কবার্তা এসেছে। বাজার নিয়ন্ত্রক আইসিআইসিআই সিকিউরিটিজের মার্চেন্ট ব্যাঙ্কিং কার্যক্রমের সমস্ত বই এবং রেকর্ড দেখেছে, যা ডিসেম্বর 2023-এ সম্পন্ন হয়েছিল। এর পরে নিয়ন্ত্রক এখন প্রশাসনিক সতর্কবার্তা দিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Stock Market Update: আগামী সপ্তাহ থেকেই বাজারে নতুন নিয়ম , BSE করল এই ঘোষণা