Nifty 50: নিফটিতে জায়গা পাবে নতুন স্টক ! বড় বদল আসছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে
Nifty Index: সাধারণত NSE-র প্রধান সূচক নিফটি ৫০-তে বছরে দু-বার রদবদল করা হয়। দুই ক্ষেত্রেই ছয় মাসের পারফর্ম্যান্সের উপর নির্ভর করে সূচকে স্টকের থাকা বা না থাকা নির্ভর করে।
![Nifty 50: নিফটিতে জায়গা পাবে নতুন স্টক ! বড় বদল আসছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে Nifty 50 Index Shuffle New Stocks would be included check New Parameters Nifty 50: নিফটিতে জায়গা পাবে নতুন স্টক ! বড় বদল আসছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/356a496a18ce87bf78d65c1facc4754b1716030779262900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
NSE: আগামী চার মাসের মধ্যেই বেশ বড়সড় বদল আসতে চলেছে নিফটি ৫০ সূচকে। এমনকী জানা যাচ্ছে, নতুন বেশ কিছু স্টক এবার জায়গা করে নেবে নিফটি ৫০ সূচকে। এতে বহু কোম্পানি লাভবান হবে। দেশের অন্যতম প্রধান স্টক সূচক নিফটিতে (Nifty 50 Index) জায়গা পাবে এবার নতুন স্টক। বদল হবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেশ কিছু নিয়মও।
দুই স্টকে বেশি লাভ
একটি ব্রোকারেজ ফার্ম জানিয়েছে যে, এই বছরের শেষ দিকে সেপ্টেম্বর মাসে নিফটি সূচকে বেশ কিছু বদল আসতে চলেছে আর সেই কারণে বহু স্টক লাভজনক হতে পারে। এর মধ্যে রয়েছে টাটা গ্রুপের আরেকটি শেয়ার ট্রেন্ট। NSE সূচকে জায়গা পেতে পারে এই স্টক। এমনকী রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্সের স্টকও এই সূচকে জায়গা করে নিতে পারে বলে জানা গিয়েছে।
ক্ষতি হবে এই শেয়ারে
ব্রোকারেজ ফার্মের মতে, কিছু স্টক যেমন আবার নতুন হিসেবে জায়গা করে নেবে সূচকের মধ্যে। তেমনি কিছু স্টক আবার সূচক থেকে বাইরেও বেরিয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে LTI Mindtree, Divi's Laboratory-র শেয়ারের (Nifty 50 Index) নাম। এই ব্রোকারেজ সংস্থার মতে, এই দুটি শেয়ারের বদলে নিফটিতে জায়গা করে নিতে পারে ট্রেন্টের শেয়ার।
কেন ঘটবে এই বদল
সাধারণত NSE-র প্রধান সূচক নিফটি ৫০-তে বছরে দু-বার রদবদল করা হয়। প্রথমে হয় মার্চে এবং তারপর হয় সেপ্টেম্বরে। দুই ক্ষেত্রেই ছয় মাসের পারফর্ম্যান্সের উপর নির্ভর করে সূচকে স্টকের থাকা বা না থাকা নির্ভর করে। সূচকের অন্তর্ভুক্ত কোনও স্টক ভাল পারফর্ম না করলে সূচক থেকে বেরিয়ে যাবে সেই স্টক। তাঁর জায়গায় আসবে নতুন স্টক।
Trent ও BEL এখন মাল্টিব্যাগার
এই একই নিয়মে সেপ্টেম্বরে পারফরম্যান্সের বিচারে কিছু স্টক বাইরে যাবে সূচকের এবং কিছু স্টক (Nifty 50 Index) ভিতরে জায়গা করে নেবে। এই নতুন জায়গা করে নেওয়া স্টকের মধ্যে ব্রোকারেজ ফার্মের মত অনুযায়ী ট্রেন্ট ও বিইএল-এর শেয়ারের কথা বলা হয়েছে। এই দুটি স্টকের পারফরম্যান্সই দুর্দান্ত। ১ বছরের মধ্যে Trent-এর স্টকের দাম বেড়েছে ২০৮ শতাংশ এবং ভারত ইলেকট্রনিক্সের স্টক বেড়েছে ১২৯ শতাংশ। অন্যদিকে নিফটি সূচকের অন্তর্ভুক্ত LTI Mindtree-র স্টক মাত্র ০.৫ শতাংশ বেড়েছে এই ৬ মাসে। অন্যদিকে ডিভিস ল্যাবরেটরির স্টক বেড়েছে ১৯.৬ শতাংশ।
আরও পড়ুন: Mutual Fund: ১ লাখ থেকেই ৩০ লাখ রিটার্ন দিয়েছে এই ফান্ড ! ধনী হতেন বিনিয়োগে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)