Wow Momo : এবার শুধু মোমো নয়, কাপ নুডলসও বিক্রি করবে Wow Momo, ২ বছরে ১০০ কোটির ব্যবসা টার্গেট
Cup Noodles : এবার কুইক সার্ভিস রেস্তোরাঁ (QSR) ব্র্যান্ড Wow Momo নিয়ে আসছে নতুন প্রোডাক্ট।

Cup Noodles : এই কোম্পানির মোমো জনপ্রিয় হয়েছে আগেই। এবার কুইক সার্ভিস রেস্তোরাঁ (QSR) ব্র্যান্ড Wow Momo নিয়ে আসছে নতুন প্রোডাক্ট। দেশের দ্রুত বর্ধনশীল এফএমসিজি (FMCG) কোম্পানি এখন তার পোর্টফোলিওতে ইনস্ট্যান্ট কাপ নুডলস যোগ করতে চলেছে৷ কোম্পানির লক্ষ্য 14,000 কোটি টাকার নুডলস শিল্পে থুকপা ও চাইনিজ ভেলের মতো দেশি-এশীয় ফ্লেভারের আরও প্রোডাক্ট দিয়ে নিজের ছাপ রাখবে।
কাপ নুডলস থেকে প্রতি মাসে 2 কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে
সিএনবিসিটিভি 18-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াও-এর সিইও এবং প্রতিষ্ঠাতা সাগর দারিয়ানি বলেছেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কোম্পানিকে প্রসারিত করতে সহায়তা করবে। আশা করা হচ্ছে, এই নতুন পণ্যটি লঞ্চের ফলে কোম্পানির রাজস্বে বিশাল লাফ দেখা যেতে পারে।
এর FMCG ব্যবসা ইতিমধ্যেই বছরে বছরে 100 শতাংশ বৃদ্ধি পেয়েছে। Wow Momo তার পণ্যের পোর্টফোলিওতে কাপ নুডলস যোগ করে প্রতি মাসে 2 কোটি টাকা আয় করবে বলে আশা করছে। কোম্পানির লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে এই সেগমেন্টে প্রতি মাসে 8 কোটি টাকা আয় করা, যা এটিকে 100 কোটি টাকার ARR ব্যবসায় নিয়ে যেতে চায়।
মহারাষ্ট্রের প্ল্যান্টে প্রতিদিন 10 লাখ মোমো তৈরি করা হবে
এয়ারলাইন্সের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে এই ব্র্যান্ড পণ্যের আরও প্রসার করেছে। কোম্পানির সিইও আরও বলেছেন, ওয়াহ নুডলস বর্তমানে আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে পাওয়া যাচ্ছে। শীঘ্রই স্পাইসজেট ফ্লাইটেও উপলব্ধ করা হবে। মহারাষ্ট্রের তালোজায় একটি নতুন উৎপাদন ইউনিট চলছে এই কোম্পানির। এই প্ল্যান্টটি প্রতিদিন 10 লক্ষ মোমো তৈরি করবে।
কোম্পানি গ্লুটেন-মুক্ত মোমোও লঞ্চ করতে পারে
এর পণ্যে নতুনত্ব এনে ও উপক্তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কোম্পানি শীঘ্রই গ্লুটেন-মুক্ত মোমো চালু করার পরিকল্পনা করছে। সংস্থা আন্তর্জাতিক বাজারে তার প্রসারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এর আওতায় লুলু গ্রুপের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কোম্পানি মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। এখন ওয়াও দুবাই, আবুধাবি, শারজাহ, কাতার এবং ওমানের মতো অনেক বড় শহরে মোমো চেইন রয়েছে। কোম্পানির পরবর্তী টার্গেট সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার বাজার।






















