Pakistan Stock Market: ভারতের প্রত্যাঘাতে ধরাশায়ী পাকিস্তানের স্টক মার্কেট, এক ধাক্কায় ৬ শতাংশ ধস সূচকে; হাহাকার করাচি স্টক এক্সচেঞ্জে
Karachi Stock Exchange Crash: ২৩ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত করাচি স্টক এক্সচেঞ্জের সূচক KSE100 ৩.৭৫ শতাংশ পতনে গিয়েছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় এখন হাহাকার পাকিস্তানের শেয়ার বাজারে।

Karachi Stock Exchange: বুধবার ৭ মে বিরাট পতন নেমে এল করাচি স্টক এক্সচেঞ্জে। ভারতের প্রত্যাঘাতে কেঁপে উঠল পাকিস্তানের স্টক মার্কেট। মধ্যরাতে ৯টি জঙ্গিঘাঁটির উপরে হামলা চালিয়েছে ভারতীয় সেনা আর এই হামলার জেরে হাহাকার (Karachi Stock Exchange Crash) বিনিয়োগকারীদের মধ্যেও। 'অপারেশন সিঁদূর'-এর কোপে (Pakistan Stock Market) এক ধাক্কায় ৬ শতাংশ ধসে গিয়েছে করাচির স্টক এক্সচেঞ্জের সূচক KSE100।
পাকিস্তানের মূল স্টক মার্কেটের সূচক করাচি ১০০ (KSE100) আজ সকালেই ৬২৭২ পয়েন্ট অর্থাৎ প্রায় ৬ শতাংশ পতনে নেমেছে। গতকাল মঙ্গলবার যেখানে এই সূচক বন্ধ হয়েছিল তার থেকে নেমে এখন ট্রেড করছে ১০৭,২৯৬.৬৪-এর স্তরে। পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার জেরে ২৬ জন পর্যটকের হত্যার ঘটনার পর থেকেই করাচি স্টক এক্সচেঞ্জের সূচক ৩.৭৫ শতাংশ ধসে গিয়েছিল। আর এদিকে ভারতের সেনসেক্স সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখা গিয়েছে বিগত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে করাচি স্টক এক্সচেঞ্জের সূচক ৪ শতাংশ ধসে গিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার আবহ চলছে এখন। আর এই উত্তেজনা নেতিবাচক প্রভাব ফেলেছে পাকিস্তানের স্টক মার্কেট বিনিয়োগকারীদের মনে।
২৩ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত করাচি স্টক এক্সচেঞ্জের সূচক KSE100 ৩.৭৫ শতাংশ পতনে গিয়েছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় এখন হাহাকার পাকিস্তানের শেয়ার বাজারে।
আজ ভারতের বাজারে কী হাল
আজ সকালে ভারতের শেয়ার বাজারে সেনসেক্স সূচক পতন দিয়ে দৌড় শুরু করলেও পরে ফের ক্ষতি পুষিয়ে নিয়ে ১০০ পয়েন্ট বেড়ে যায়। তবে অনিশ্চয়তার জেরে বাজারে ভোলাটিলিটি অনেক বেশি। আজ সকালে সেনসেক্স ৬৯২ পয়েন্ট পড়ে ৭৯,৯৪৮-এর স্তরে নেমে এসেছিল। পরে তা আবার ২০০ পয়েন্ট রিকভারি করে নিয়েছে সূচক। তবে বাজারে অনিশ্চয়তা রয়েছে। আজ সকাল ১০টার সময় সেনসেক্স সূচক ৩২ পয়েন্ট নিচে নেমে আসে, ০.০৪ শতাংশ নেমে এসে ট্রেড করছে ৮০,৬০৯-এর স্তরে। নিফটি ৫০ সূচকে ১৯ পয়েন্ট অর্থাৎ ০.০৮ শতাংশ নেমে ট্রেড করছে ২৪,৩৬১-এর স্তরে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















