PAN Card Misuse: আপনার প্যান কার্ডে ঋণ তুলেছে অন্য কেউ ! কীভাবে বুঝবেন প্রতারণা হয়েছে কি না ?
Cyber Crime: সাইবার জালিয়াতির মাধ্যমে কেউ আপনার প্যান কার্ডের অপব্যবহার করে ঋণ নিতে পারে। সেই ক্ষেত্রে কীভাবে আটকাবেন ?
Cyber Crime: প্যান কার্ড নিয়ে প্রতারণার ঘটনা প্রথম নয়। রাজকুমার রাও, সানি লিওনের মতো অনেক সেলিব্রিটির প্যান কার্ডে ঋণ নেওয়ার মতো প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে আপনার প্যান কার্ডের অপব্যবহারও হতে পারে। সাইবার জালিয়াতির মাধ্যমে কেউ আপনার প্যান কার্ডের অপব্যবহার করে ঋণ নিতে পারে। সেই ক্ষেত্রে কীভাবে আটকাবেন ?
Pan Card পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ
এই ঋণ আপনার CIBIL স্কোর নষ্ট করতে পারে। এছাড়াও, আপনি যদি ঋণ পরিশোধ না করেন তবে আপনাকে ব্যাঙ্ক থেকে খেলাপির তালিকায়ও রাখা হতে পারে। যে কারণে ঋণের প্রয়োজন হলে আপনি ফের ঋণ নিতে সমস্যায় পড়বেন। এই পরিস্থিতিতে আপনার প্যান কার্ড পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।
কীভাবে প্যান কার্ডের অপব্যবহার হচ্ছে বুঝবেন
কেউ আপনার প্যান কার্ড অপব্যবহার করছে কিনা তা পরীক্ষা করার সেরা উপায় হল, আপনার CIBIL স্কোর পরীক্ষা করা। যদি আপনার প্যান কার্ডে এমন কোনও ঋণের তথ্য পাওয়া যায়, যা আপনি নেননি তাহলে অবিলম্বে ব্যবস্থা নিন। এখানে আপনি কীভাবে আপনার CIBIL স্কোর পরীক্ষা করতে পারেন তা দেওয়া হল।
কীভাবে CIBIL স্কোর চেক করবেন
আপনি আপনার CIBIL স্কোর চেক করতে Equifax, Experian, Paytm, BankBazaar বা CRIF হাই মার্কের মত প্ল্যাটফর্মে যেতে পারেন। এখন এখানে আপনি "Check Credit Score" বিকল্পটি নির্বাচন করুন। আপনি বিনামূল্যে CIBIL স্কোর পরীক্ষা করতে পারেন। এখন আপনাকে বিস্তারিত তথ্য দিতে হবে, তারপরে যে ঋণ নেওয়া হবে তার তালিকা আসবে।
প্যান কার্ড অপব্যবহারের রিপোর্ট
প্যান কার্ডের অপব্যবহার হলে তা জানাতে হবে। আপনার প্যান কার্ডের অপব্যবহারের বিষয়ে কীভাবে রিপোর্ট করবেন তা আপনাকে অবশ্যই জানতে হবে। ভারত সরকার একটি ওয়েবসাইট তৈরি করেছে। আপনি এই উপায়ে এটি রিপোর্ট করতে পারেন।
কীভাবে অভিযোগ করতে হয়
প্রথমে TIN NSDL-এর অফিসিয়াল পোর্টালে যান। হোম পেজে কাস্টমার সার্ভিসে যান। এখন ড্রপ ডাউন তালিকা থেকে অভিযোগ বিকল্পটি নির্বাচন করুন। অভিযোগের সম্পূর্ণ বিশদ লিখুন এবং ক্যাপচা কোড প্রবেশ করে সাবমিটে ক্লিক করুন। তাআধার ও প্যান কার্ডের প্রতারণার শিকার হচ্ছেন দেশবাসী। যা নিয়ে সময়ে সময়ে সতর্ক করে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : SBI : স্টেট ব্যাঙ্কের দুই এফডিতে বাম্পার বেনিফিট, কোনটি আপনার জন্য ভাল