Petrol Diesel Price: আজ ১০০-র নিচে পেট্রোল বিকোচ্ছে এই শহরগুলিতে, কলকাতায় কতটা সস্তা ?
Petrol Diesel Price Today : কলকাতা-সহ দেশের অন্যতম শহরগুলিতে আজ কী দরে জ্বালানি বিকোচ্ছে পাম্পগুলি ?
কলকাতা: শুক্রবার শহরে পেট্রোল ও ডিজেলের দর কত ? (Petrol and Diesel Price) ১৪ মার্চ দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে ২ টাকা করে শুল্ক কমিয়েছিল মোদি সরকার। যার জেরে বহুদিন পর কিছু হলেও হাফ ছেড়েছিল এশহর কলকাতা। কারণ বহুদিন যাবৎ কলকাতায় জ্বালানির দরে বদল আসেনি। মাঝে বিজেপি শাসিত রাজ্যে স্বস্তি ফিরলেও পশ্চিমবঙ্গের মানুষের সেই সুযোগ হয়নি। লোকসভা ভোটের দৌলতে সেই সৌভাগ্য হল। পেট্রোল ও ডিজেলে ২ টাকা লিটার প্রতি কমল। তবুও রয়ে গিয়েছে কিছু কথা।
২০১৯ সালের পর থেকে যে হারে জ্বালানির দর নানা কারণে বেড়েছে, সেই হারে কি জ্বালানির দরে স্বস্তি ফিরেছে ? মাঝে ইউক্রেন ইস্যু-৫ রাজ্যের ভোট সহ নানা ইস্যু সামনে এসেছে। যার প্রভাবও পড়েছে। দেশের একাধিক শহরে আজ ১০০ টাকার নিচের বিকোচ্ছে পেট্রোল। যদিও দাম কমলেও এখনও ১০০ এর বেশ খানিকটা উপরেই রয়েছে কলকাতায়। যাই হোক, কথায় কথা বাড়ে, চলুন বরং ভোরের স্নিগ্ধ বাতাসে দেখে নেওয়া যাক কলকাতা-সহ দেশের অন্যতম শহরগুলিতে আজ কী দরে জ্বালানি বিকোচ্ছে পাম্পগুলি ?
কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই-দেশের ৪ বড় শহরে আজ কী দর জ্বালানির ?
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৮৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৪৩ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ১৫টাকা।
১০০ টাকার নিচে আজ পেট্রোল ও ডিজেল বিকোচ্ছে কোন কোন শহর ?
আগ্রা
দিল্লি
আহমেদাবাদ
আলিগড়
আন্দামান এবং নিকোবর দ্বীপকুঞ্জ
আসাম
চণ্ডীগড়
দমন ও দিউ
আরও পড়ুন, মোদির সঙ্গে কথোপকথনের পরেই তৃণমূলের নিশানায় রেখা
আজ দেশের আর কোথায় কোথায় জ্বালানির দরে হেরফের ?
আগ্রায় ৬ পয়সা কমে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৪৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৭ পয়সা কমে ৮৭.৪৮ টাকা।
আজমিরে ৪১ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.১০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৩৬ পয়সা বেড়ে ৯০.৫০ টাকা।
আসামে ৩৮ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৩৯ পয়সা বেড়ে ৮৯.০১ টাকা।
ছত্তিশগড় ১২ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১২ পয়সা বেড়ে ৯৩.৯৭ টাকা।
আহমেদাবাদ ১৬ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১৬ বেড়ে ৯০.১১ টাকা।
অন্ধ্রপ্রদেশে ১ পয়সা কমে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৯.৫৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১ পয়সা কমে ৯৭.৩৯ টাকা।