West Bengal News Live: ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
LIVE
Background
- রাজ্য়ের দেওয়া ১০০ দিনের টাকাতেও দুর্নীতি! ৫০০ বাদে সবটাই ফেরত দিতে হচ্ছে বলে অভিযোগ। সুপার ভাইজারের দিকে দায় ঝাড়ার চেষ্টা উপপ্রধানের। ফোন ধরেননি সুপারভাইজার।
- মোদির সঙ্গে কথোপকথনের পরেই তৃণমূলের নিশানায় রেখা। রাজ্যের প্রকল্পের সুবিধে নিয়েও দিল্লির জমিদারদের হাত ধরার অভিযোগ।
- পাহাড়ে গোপাল লামা-রাজু বিস্তের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটের প্রার্থী কে? বিনয় তামাঙ্গকে নিয়ে জল্পনার মধ্যেই হাত ধরল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি।
- ইডির উপরে হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। অফিসারদের দেখেই ফোন করে ডেকেছিলেন দুষ্কৃতীদের। কোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। পুলিশের হাতে ধৃত ২-সহ ৩জনের গোপন
সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকা মেয়রের ফোন। কেন ভাঙেননি বেআইনি নির্মাণ? প্রশ্ন অশোক গঙ্গোপাধ্যায়ের। ব্যক্তিগত কথা প্রকাশ্যে কেন? পাল্টা ফিরহাদ।
- নির্বাচনী বন্ডে দুর্নীতির অভিযোগে নিয়ে অর্থনীতিবাদ স্বামীর বিস্ফোরণের মধ্যেই ভোটে না লড়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দেখালেন টাকা না থাকার কারণ।
WB Live News: ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের সাংগঠনিক বৈঠক
ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের সাংগঠনিক বৈঠক। মহেশতলা এবং বজবজ বিধানসভা নিয়ে জোড়া বৈঠক। টানা তিনদিন ধরে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কীভাবে যেতে হবে মানুষের কাছে, কর্মীদের বার্তা তৃণমূল প্রার্থীর.
West Bengal Live News :ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি
ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি। বেড়মজুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। পতাকা লাগাতে গেলে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। বেড়মজুর ১ পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান শাহজাহান মোল্লার বিরুদ্ধে অভিযোগ। পতাকা লাগাতে গেলে সিপিএম কর্মীকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
WB Live News: এবার ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের
এবার ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। ডায়মন্ড হারবার নিয়ে টেনশনে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal Live News : স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট-বিতর্কে কমিশনে অভিযোগ সন্দেশখালির রেখা পাত্রর
স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট-বিতর্কে এবার জাতীয় এসসি কমিশনে অভিযোগ সন্দেশখালির রেখা পাত্রর। জাতীয় মহিলা কমিশনেও নালিশ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে অভিযোগ।
WB Live News: মা ও শিশুপুত্রকে খুনের অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরে
মা ও শিশুপুত্রকে খুনের অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরে। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ বিজেপির। শুক্রবার সকালে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মা ও শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী ভিন রাজ্যে কাজ করেন। পরিবারের অভিযোগ, ভারী কিছু দিয়ে আঘাত করে তাদের খুন করা হয়েছে। কীভাবে মৃত্যু? তদন্ত করে দেখছে পুলিশ।