PM Modi Birthday: মোদির জন্মদিনে এই রাজ্যের মহিলারা পাচ্ছেন আর্থিক উপহার, কাদের জন্য কী সুবিধা ?
PM Modi Birthday: জেনে নিন, কাদের কী সুবিধা দিতে চাইছেন প্রধানমন্ত্রী। কোন রাজ্যের মহিলাদের জন্য কী প্রকল্প আনছেন মোদি (Narendra Modi)?
PM Modi Birthday: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জন্মদিনে মহিলারা পাবেন বিশেষ উপহার। জেনে নিন, কাদের কী সুবিধা দিতে চাইছেন প্রধানমন্ত্রী। কোন রাজ্যের মহিলাদের জন্য কী প্রকল্প আনছেন মোদি (Narendra Modi)?
কত বছরে পা দিলেন মোদি
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। PM মোদি আজ 74 বছর বয়সে পা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে গিয়ে তার জন্মদিন উদযাপন করেন। অনেক ক্ষেত্রেই এই সময়ে এতে কোনও সরকারি কর্মসূচি শুরু বা শেষ করেন করেন তিনি। আজ জন্মদিনে ওড়িশায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। দেশেও আজ বিশ্বকর্মা জয়ন্তী পালিত হচ্ছে। সেই উপলক্ষে হচ্ছে ঘোষণা।
কীভাবে জন্মদিন উদযাপন করছেন প্রধানমন্ত্রী মোদি?
ওড়িশা সফরে প্রধানমন্ত্রী মোদি তাঁর ৭৪তম জন্মদিন উদযাপন করবেন। তিনি ওড়িশায় 'সুভদ্রা যোজনা' সহ বড় কল্যাণমূলক প্রকল্পগুলির উদ্বোধন করবেন এবং মঙ্গলবার ভুবনেশ্বরের গাদকানায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 26 লক্ষ বাড়ির উদ্বোধন করবেন। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রী মোদি সেখানে সৈনিক স্কুলের কাছে গাদকানা বস্তি এলাকায় যাবেন। পিটিআই রিপোর্ট অনুযায়ী , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলায় তার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপ করতে গাদকানা গ্রামে যাবেন।
ওড়িশায় স্কুল ও কলেজে ছুটি ঘোষণা
ওড়িশা সরকার 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির সফর উপলক্ষে ভুবনেশ্বরের স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে। দিনের প্রথমার্ধে সরকারি অফিস বন্ধ থাকবে। মহিলারা বিশেষ করে প্রধানমন্ত্রী মোদির আগমনের জন্য অপেক্ষা করছেন। যেখানে সুভদ্রা যোজনা চালুর জন্য সময় গুণছেন তাঁরা।
সুভদ্রা যোজনা কী এবং কারা সুবিধাভোগী
মহিলাদের জন্য সুভদ্রা যোজনা 17 সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে চালু হচ্ছে। এই আর্থিক সহায়তা প্রকল্প প্রতি বছর 1 কোটিরও বেশি দরিদ্র মহিলাকে 10,000 টাকা দেবে। ভগবান জগন্নাথের বোন সুভদ্রার নামে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে। নির্বাচনের আগে এটি ছিল বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি। এর আওতায় নারীদের পাঁচ বছরের জন্য দুটি সমান কিস্তিতে ১০ হাজার টাকা দেওয়া হবে। ভগবান জগন্নাথ ওডিশায় খুব জনপ্রিয় এবং প্রতি বছর তাঁর রথযাত্রাও অনুষ্ঠিত হয়।
আপনি PM আবাস যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলতে পারেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সুভদ্রা যোজনা চালু করতে জনতা ময়দানে রওনা দেবেন তিনি। সুভদ্রা যোজনা চালু করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী আজ 17 সেপ্টেম্বর দেশে বেশ কয়েকটি পরিকাঠামো প্রকল্প হস্তান্তর করবেন।
গদকনা গ্রামে কিছুক্ষণ থাকার পর দুপুর ১২টার দিকে জনতা ময়দানে পৌঁছানোর কথা রয়েছে। সুভদ্রা যোজনার সূচনা ছাড়াও, প্রধানমন্ত্রী মোদি 2871 কোটি টাকার রেল প্রকল্প এবং 1000 কোটি টাকার হাইওয়ে প্রকল্পের উদ্বোধন করবেন।
NPS Vatsalya Scheme: খোলা যাবে নাবালকদের পেনশন অ্যাকাউন্ট, ১৮ সেপ্টেম্বর আসছে এই স্কিম