Post Office MIS scheme: প্রতি মাসে পাবেন ৫০০০টাকা , এই স্কিমে টাকা রাখলে দ্বিগুণ হবে আমানত
Post Office MIS :এই স্কিমে একবারে টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট অনুযায়ী সেই টাকা ১২ মাসে ভাগ হবে। প্রতি মাসে সেই টাকার সুদের পরিমাণ বা রেগুলার ইনকাম যাবে আপনার অ্যাকাউন্টে।
নয়াদিল্লি: নিশ্চিত সুদের পাশাপাশি থাকছে সরকারি প্রতিষ্ঠানের সুরক্ষা। তাই কোনও জায়গায় বিনিয়োগ(Investment planning)করার আগে ভাবতেই পারেন পোস্ট অফিসের(Post Office) রেগুলার ইনকাম স্কিম। আমনতকারীদের নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতি দেয় এই সেভিংস স্কিমগুলি।
পোস্ট অফিসের সেভিংস স্কিম( Post Office Saving Schemes)
গ্যারান্টেড রিটার্ন দেয় পোস্ট অফিস। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় টাকা নিয়ে প্রতারণার ভয় থাকে না। তাই বিশ্বাস করে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে Monthly Income Scheme (MIS)-এ বিনিয়োগ করেন বহু আমানতকারী। কোনও ভারতীয় নাগরিক চাইলেই মাসিক ইনকাম স্কিমে ইনভেস্ট করতে পারেন। যা থেকে আপনার মাসে নিশ্চিত ৪৯৫০ টাকা আসবে। ইচ্ছে অনুযায়ী সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি।
পোস্ট অফিসের স্কিমে থাকছে নিশ্চিত আর্থিক সুরক্ষা (Government guarantees security)
এই স্কিমের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা রাখতে পারেন গ্রাহক। সেই ক্ষেত্রে একা বা যৌথ অ্যাকাউন্ট খুলে এই টাকা রাখা যেতে পারে। সেই টাকার পরিমাণের ভিত্তিতে প্রতি মাসে আপনার কাছে টাকা আসতে থাকবে। পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমের মেয়াদ ৫ বছর। একবার মেয়াদ শেষ হলে ফের ৫ বছরের জন্য এই টাকা রাখার মেয়াদ বাড়াতে পারেন আমানতকারী। এই বিনিয়োগে কোনও ধরনের ঝুঁকি নেই। এই স্কিমে ১০০ শতাংশ নিশ্চিত টাকা ফেরতের গ্যারান্টি থাকছে সরকারের।বর্তমানে Post Office Monthly Income Scheme-এ ৬.৬ শতাংশ বছরে ইন্টারেস্ট রেট দিচ্ছে সরকার।
দেখে নিন স্কিমের বিবরণ
স্কিমের নাম- মান্থলি ইনকাম স্কিম (MIS)
সুদের হার- ৬.৬ শতাংশ প্রতি বছর
ন্যূনতম ডিপোজিটের পরিমাণ-১০০০টাকা
সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ(একার অ্যাকাউন্ট)-৪.৫ লক্ষ টাকা
সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ(যৌথ অ্যাকাউন্ট)-৯লক্ষ টাকা
জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ তিন জন থাকতে পারবেন।চাইলে নাবালকের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন অভিভাবক। সেই ক্ষেত্রে অবশ্যই নাবালকের বয়স ১০ বছরের বেশি হতে হবে।
কীভাবে মাসিক আয়ের পরিমাণের Monthly Income Scheme (MIS) হিসেব হবে ?
এই স্কিমে একবারে টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট অনুযায়ী সেই টাকা ১২ মাসে ভাগ হবে। প্রতি মাসে সেই টাকার সুদের পরিমাণ বা রেগুলার ইনকাম যাবে আপনার অ্যাকাউন্টে।
মাসে কীভাবে ৫০০০টাকা পাবেন ?
এই ক্ষেত্রে পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে আমানতকারীকে।স্বামী-স্ত্রী মিলেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ৯ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এই স্কিমে। যার বছরে সুদ দাঁড়াচ্ছে ৬.৬ শতাংশ। অর্থাৎ সব মিলিয়ে প্রতি বছর আপনি সুদ পাবেন ৫৯,৪০০ টাকা। তাহলে ১২ দিয়ে ভাগ করলে আপনার মান্থলি ইনকাম দাঁড়াচ্ছে ৪৯৫০ টাকা।সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ৪.৫ লক্ষ টাকা রাখলে বছরে সুদ পাবেন ২৯,৭০০টাকা। ৬.৬ শতাংশ সুদের হার অনুসারে এই টাকা পাবেন আমানতকারী। সেই অনুয়ায়ী প্রতি মাসে সুদ হিসাবে আমানতকারী পাবেন ২৪৭৫টাকা।
কীভাবে Post Office Monthly Income Scheme-এ অ্যাকাউন্ট খুলবেন ?
এই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার অবশ্যই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি থাকতে হবে। মূলত, আইডি প্রুফ থাকলেই সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে পোস্ট অফিসে।এছাড়াও অ্যাকাউন্ট খুলতে দুটো পাসপোর্ট সাইজ ফটো লাগবে। প্রথমে সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনার Monthly Income Scheme-এ অ্যাকাউন্ট খুলতে ১০০০টাকা দিতে হবে। এর টাকা নগদে বা চেকে দিতে পারেন আমানতকারী।
আরও পড়ুন : FD Investment Tips: ভালো রিটার্ন চান ? ফিক্সড ডিপোজিটের আগে অবশ্যই জানুন এই ৪টে বিষয়
আরও পড়ুন : Post Office Franchise: ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ব্যবসা, প্রতি মাসে বাম্পার আয়ের সুযোগ