(Source: ECI/ABP News/ABP Majha)
Bonus Payment: ২০২৯ কোটির বোনাস ঘোষণা, পুজোর আগে সুখবর এই সংস্থার কর্মীদের
Railway Employees: রেলের কর্মীদের জন্য ৭৮ দিনের মজুরি বোনাস (Railway Employees Bonus) হিসেবে দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র, আর এই বোনাসের জন্য মোট বরাদ্দ হয়েছে ২০২৯ কোটি টাকা।
Railway Employees Bonus: গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনে দেশের মোট ১১.৭২ লক্ষ রেলের কর্মীকে প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস দেওয়া হবে পুজোর আগেই। এই প্রসঙ্গে মন্ত্রীসভা (Bonus Payment) একটি বড় অংশের কর্মীদের জন্য প্রোডাক্টিভিটি লিঙ্কড রিওয়ার্ড স্কিম চালু করার কথা জানিয়েছে। রেলের কর্মীদের জন্য ৭৮ দিনের মজুরি বোনাস (Railway Employees Bonus) হিসেবে দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র, আর এই বোনাসের জন্য মোট বরাদ্দ হয়েছে ২০২৯ কোটি টাকা। এর মাধ্যমে উপকৃত হবেন মোট ১২ লক্ষ কর্মী।
বিভিন্ন ক্যাটাগরির পদাধিকারী রেলকর্মীদের এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ট্র্যাক পরিদর্শক, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সুপারভাইজর, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, মিনেস্টারিয়াল স্টাফ এবং অন্যান্য এক্সসি গ্রুপের কর্মীরাও আছেন। পিএলবির মাধ্যমে রেলকর্মীদের অর্থপ্রদান একটি ইনসেনটিভ হিসেবে কর্মীদের কাজের প্রতি আরও উৎসাহী করে তোলার জন্য দেওয়া হয়। শুধু রেলের কর্মীদেরই নয়, মন্ত্রীসভা বন্দর কর্তৃপক্ষ এবং বন্দরের ডক লেবার বোর্ডের জন্য ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত রিভাইসড প্রোডাক্টিভিটি লিঙ্কড রিওয়ার্ড প্রোগ্রাম চালু করছে। এর জন্য মোট বরাদ্দ থাকবে ২০০ কোটি টাকা, বন্দর ও ডকের কর্মীদের কাজের দক্ষতা ও অনুপ্রেরণা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
এক্ষেত্রে এই বোনাসের অধীনে রেলের কর্মীরা সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পাবেন মাথাপিছু ভিত্তিতে। পিএলবি বহু বছর ধরেই দুর্গাপূজা এবং দশেরার আগে রেলের ১১.২০ লক্ষ কর্মীদের জন্য বোনাস ঘোষণা করে। এটা একটা ঐতিহ্যের মধ্যে পড়ে। এই বোনাস ঘোষণার আগেই রেলওয়ের বেশ কিছু ইউনিয়ন এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে কারণ তাদের বক্তব্য সপ্তম পে কমিশনের বদলে ষষ্ঠ পে কমিশন অনুসারে কম বোনাস দেওয়া হচ্ছে কর্মীদের। সপ্তম পে কমিশনে যেখানে ন্যূনতম বেসিক স্যালারি রাখা হয়েছে ১৮ হাজার টাকা, সেখানে ন্যূনতম বেসিক স্যালারি ধরা হয় ৭০০০ টাকা। ফলে যেখানে কর্মীদের ৭৮ দিনের বোনাস হওয়া উচিত ছিল ৪৬,১৫৯ টাকা, সেখানে কেন্দ্র ধার্য করেছে ১৭,৯৫১ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SIP VS Lumpsum: মিউচুয়াল ফান্ডে এসআইপি না এককালীন টাকা রাখলে বেশি লাভ ? আপনার জন্য কোনটা ভাল?