(Source: ECI/ABP News/ABP Majha)
Rekha Jhunjhunwala: TITAN-এর শেয়ারে ধস, একদিনে ৮০০ কোটি খোয়ালেন রেখা ঝুনঝুনওয়ালা
Titan Share Drop: TATA Group-এর শাখা সংস্থা Titan. ওই সংস্থায় সবচেয়ে বেশি অংশীদারিত্ব ছিল রেখার।
নয়াদিল্লি: শেয়ার বাজারে একদিনে ৮০০ কোটির বেশি টাকা খোয়ালেন প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুওয়ালা। সোমবার Titan-এর শেয়ারে ধস নামে, তার জেরেই ৮০০ কোটির বেশি খোয়ালেন রেখা। TATA Group-এর ওই সংস্থায় ৫.৩৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে তাঁর। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় পর্যন্ত সংস্থায় রেখার ১৬ হাজার ৭৯২ টাকার শেয়ার ছিল। (Rekha Jhunjhunwala) বিপুল টাকা খোয়ানোর পর তাতেও পতন দেখা গিয়েছে।
TATA Group-এর শাখা সংস্থা Titan. ওই সংস্থায় সবচেয়ে বেশি অংশীদারিত্ব ছিল রেখার। মার্চ ত্রৈমাসিকে Titan-এর আয় তেমন আশা জাগাতে পারেনি। এর পর সোমবার তাদের শেয়ারে ৭ শতাংশ ধস নামে, তাতেই একদিনে ৮০০ কোটির বেশি টাকা খোয়ালেন রেখা। একদিনে এত টাকা খোয়ানোয় খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। (Titan Share Drop)
সোমবার Titan-এর শেয়ার দর একধাক্কায় ৩,৩৫২.২৫ টাকায় এসে ঠেকে। বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জে Titan-এর শেয়ার দর ছিল ৩,২৮১.৬৫ টাকা। এর ফলে সংস্থার বাজারমূল্যও একধাক্কায় ৩ লক্ষ কোটির নীচে নেমে আসে, ২ লক্ষ ৯১ হাজার ৩৪০.৩৫ টাকা হয়। একেবারে ২২ হাজার কোটি টাকা কার্যত মুছে যায়। এর ফলে Titan-এ রেখার অংশীদারিত্বও কমে ১৫ হাজার ৯৮৬ কোটি টাকায় এসে ঠেকেছে।
আরও পড়ুন: SBI FD: স্টেট ব্যাঙ্কে কত বছরের এফডি কত টাকা দেয়, জানেন আপনি ?
মঙ্গলবার বাজার খোলার সময় Titan-এর বাজারমূল্য ৩ লক্ষ কোটির নীচেই রয়েছে, ২ লক্ষ ৯৮ হাজার ৮১৫কোটি টাকায়। সবমিলিয়ে ৮০৫ কোটি টাকা খুইয়েছেন রেখা। Titan জানিয়েছে, মার্চ ত্রৈমাসিকে তাদের ৭৭১ কোটি টাকা আয় হয়েছে, আগের বছরের তুলনায় যা ৫ শতাংশ বেশি। গত বচর মার্চ ত্রৈমাসিকে তাদের আয় ছিল ৭৩৬ কোটি টাকা।
Antique Stock Broking জানিয়েছে, সোনার দামে যে অস্থিরতা দেখা যাচ্ছে, এবং বাজারে যে প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে Titan-কে, তাতে আগামী দিনে Titan-কে আরও ক্ষতির মুখে পড়তে হতে পারে। এমনিতে বাজারের ৮ শতাংশ Titan-এর দখল রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ কোটি টাকা। তাই Titan-কে নিয়ে আশা ছাড়তে নারাজ Motilal Oswal. তাদের যুক্তি, ব্র্যান্ডেড গয়নার ব্য়বসায় Titan-এর যথেষ্ট সুনাম রয়েছে। তাই ঠিক পুষিয়ে নেবে বলে আশাবাদী তারা।