Bank Locker New Rule: আপনারও কি ব্যাঙ্কে লকার আছে? এই তারিখের মধ্য়ে করতে হবে নতুন চুক্তি
শীঘ্রই গ্রাহকের সঙ্গে ব্যাঙ্ক লকারের সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আগামী ৩০ জুনের মধ্য়েই চুক্তি সইয়ের কথা বলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI
RBI News Update: বদলে যাচ্ছে ব্যাঙ্ক লকারের নিয়ম। শীঘ্রই গ্রাহকের সঙ্গে ব্যাঙ্ক লকারের সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আগামী ৩০ জুনের মধ্য়েই চুক্তি সইয়ের কথা বলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI
Locker New Rule: দেশে আজকের দিনেও ব্যাঙ্ক লকার মূল্যবান জিনিসপত্র রাখার জন্য সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করেন গ্রাহক। ব্যাঙ্কগুলি লকারের সুবিধা জন্য গ্রাহকদের লকারের আকার অনুযায়ী চার্জ করে। এই বিষয়ে প্রতিটি ব্যাঙ্কের আলাদা নিয়ম রয়েছে। আপনি যদি ব্যাঙ্কে একটি লকারও রাখেন, তাহলে আপনাকে ৩০ জুন ২০২৩-এর মধ্যে সংশোধিত লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে৷ SBI-সহ অনেক ব্যাঙ্ক তাদের গ্রাহকদের এই বিষয়ে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছে।
Bank News: কী বলছে আরবিআই ?
এর আগে রিজার্ভ ব্যাঙ্ক লকার চুক্তির প্রক্রিয়াটি বাড়িয়েছিল৷ নতুন নিয়ম অনুসারে, ৫০ শতাংশ লকার চুক্তি ৩০ জুন ২০২৩-এর মধ্যে ব্যাঙ্কগুলি রিনিউ করবে। পরে ৭৫ শতাংশ লকার চুক্তি ৩০ সেপ্টেম্বর ২০২৩-এর মধ্য়ে নবায়ন করতে হবে৷ ২০২১ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের রায়ের পরে RBI-কে এই নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই সেই বছরের অগস্টে সংশোধিত লকার চুক্তির জন্য নির্দেশ দেয় RBI।
এর আগে ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে বেশিরভাগ গ্রাহক সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করেননি। যে কারণে RBIএই তারিখটি ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাড়িয়েছে। RBI-এর নির্দেশিকা অনুসারে, এই চুক্তিটি স্ট্যাম্প পেপারে হওয়া উচিত, যা ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের বিনামূল্যে দিয়ে থাকে।
Bank Locker New Rule: ব্যাঙ্ক লকার সম্পর্কে নিয়ম কী?
ব্যাঙ্কে লকার সংক্রান্ত অনেক নিয়ম আছে। গ্রাহকের অবহেলার কারণে বৃষ্টি, বন্যা, ভূমিকম্প, বজ্রপাত, দাঙ্গা, সন্ত্রাসবাদী হামলা বা লকারের ক্ষতির মতো কোনও দুর্যোগের জন্য ব্যাঙ্ক দায়ী থাকবে না। তবে লকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ব্যাঙ্কের। একই সঙ্গে অগ্নিকাণ্ড, চুরি, ডাকাতি, ডাকাতি, ভবন ধস, ব্যাঙ্কের অবহেলা বা ব্যাঙ্ক কর্মচারীদের জালিয়াতির মতো ঘটনার জন্য ব্যাঙ্ককে ক্ষতিপূরণ দিতে হবে।
Investment News: বিভিন্ন সঞ্চয় প্রকল্প থাকা সত্ত্বেও এখন সরকারি পোস্ট অফিসের বিনিয়োগ করতে পচ্ছন্দ করে দেশবাসী। বিশেষ করে এখানকার স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের কাছে দারুণ বিকল্প। এবার পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রেও এসেছে নতুন নিয়ম।
Post Office Savings Schemes: কেওয়াইসি দিয়ে প্রমাণ দিতে হবে
এখন যদি কোনও বিনিয়োগকারী পোস্ট অফিস স্কিমে ১০ লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন, তবে তাঁকে কেওয়াইসি নথির মাধ্যমে আয়ের প্রমাণও দিতে হবে। ডাক বিভাগ সব পোস্ট অফিসকে বলেছে, তাদের অবশ্যই একটি নির্দিষ্ট শ্রেণির স্বল্প সঞ্চয় প্রকল্পের বিনিয়োগকারীদের কাছ থেকে উপার্জনের প্রমাণ দিতে হবে।