Railway Stock: এক খবরেই ছুট দিল রেলের এই স্টক, বাড়ছে মুনাফাও; এবার ঘুরে দাঁড়াবে স্টক ?
RVNL Stock: এখন ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নাগাদ এই স্টকের দাম ট্রেড করছে ৩৭৭ টাকার আশেপাশে। জানা গিয়েছে এই সংস্থা ৫৫৪ কোটি টাকার অর্ডার পেয়েছে বলেই হু হু করে বেড়ে গিয়েছে শেয়ারের দাম।

Stock Price: রেলের স্টকগুলিতে বেশ কিছুদিন ধরেই পতন চলছে। অনেকের পোর্টফোলিওই লাল হয়ে রয়েছে অনেকদিন ধরে। গতকালের বাজারে (Railway Stock) এক লাফে অনেকটা বেড়ে গিয়েছিল এই রেলের স্টক। এক লাফে ১৪ শতাংশ বেড়েছিল দাম। জানা গিয়েছে সংস্থা এক বড় অঙ্কের অর্ডার পেয়েছে আর সেই খবরেই লাফ দিয়েছে স্টকের (Stock Price) দাম। তবে কি এবার ঘুরে দাঁড়াবে এই স্টক নাকি সামনে ফের পতন রয়েছে ?
গতকালের বাজারে এই শেয়ার ১৩.৬ শতাংশ বেড়ে ইন্ট্রাডে-তে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। আর বাজার বন্ধ হওয়ার সময় ১১.৮৬ শতাংশ বেড়ে দাম ছিল ৩৭২.৯০ টাকায়। যদিও আজকের বাজারে দাম খানিক পড়তে শুরু করে এই স্টকের। এখন ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নাগাদ এই স্টকের দাম ট্রেড করছে ৩৭৭ টাকার আশেপাশে। জানা গিয়েছে এই সংস্থা ৫৫৪ কোটি টাকার অর্ডার পেয়েছে বলেই হু হু করে বেড়ে গিয়েছে শেয়ারের দাম। সংস্থার নাম রেল বিকাশ নিগম লিমিটেড সংক্ষেপে আরভিএনএল (RVNL Stock)।
জানা গিয়েছে কর্ণাটকের রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির তরফে একটি কন্ট্রাক্ট পেয়েছে এই পিএসইউ সংস্থা। আরভিএনএলকে (RVNL Stock) দায়িত্ব দেওয়া হয়েছে বেঙ্গালুরুতে রেল প্রকল্পের করিডোর ৪-এ-তে ৯টি স্টেশন তৈরি করতে হবে। এর মধ্যে একটি এলিভেটেড এবং আটটি রয়েছে অ্যাট-গ্রেড স্টেশন। এই স্টেশনগুলির নির্মাণের মধ্যে সিভিল, স্ট্রাকচারাল, স্টিল এফওবি, ছাদের কাঠামো, পিইবির কাজ, আর্কিটেকচারাল, ইএন্ডএমের কাজও থাকবে। কিছুদিন আগেই ইস্ট কোস্ট রেলের পক্ষ থেকে ৪০৪.৪০ কোটির কন্ট্রাক্ট পেয়েছিল আরভিএনএল।
১৪ ফেব্রুয়ারি আরভিএনএলের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে এসেছিল। এই সময়ের মধ্যে সংস্থার নিট মুনাফা ১৩.১ শতাংশ বেড়ে ৩১১.৬ কোটি হয়েছিল, গত বছরে এই একই ত্রৈমাসিকে মুনাফা হয়েছিল ৩৫৮.৬ কোটি টাকা। সংস্থার EBITDA ৩.৯ শতাংশ কমে হয়েছে ২৩৯.৪ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Ola Electric Share: IPO-র দামের থেকেও ২০ শতাংশ পতন ! এই স্টকে ৪০ হাজার কোটির লোকসান বিনিয়োগকারীদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
