Share Market: ধসের পালা কাটিয়ে সকালেই লাফ দিল সেনসেক্স, নিফটি ! সকালেই ঘরে ফিরল ৮.৪৭ লক্ষ কোটি টাকা
Stock Market Today: গতকালের বিরাট ধসের পরে আজ সকাল থেকেই সমস্ত সেক্টরে তুমুল কেনাকাটা শুরু হয়েছে। সমস্ত সেক্টোরাল সূচক সবুজ হয়ে গিয়েছে।

Stock Market Today: গতকাল সোমবার বিরাট ধস নেমেছিল বাজারে। ৩ শতাংশ পড়ে গিয়েছিল সেনসেক্স এবং নিফটি সূচক। তবে আজ বাজার খুলতেই সকালেই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। সকালের বাজারে (Stock Market Today) ১২০০ পয়েন্ট বেড়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং আজ সকালেই ঘরে এসেছে ৮.৪৭ লক্ষ কোটি টাকা। সকাল ১০টা নাগাদ সেনসেক্স ৭৯৪ পয়েন্ট বেড়ে ট্রেড করছে ৭৩,৯৩২-এর স্তরে। যদি আজ সকাল ৯টা ১৫-র পরেই সেনসেক্স একলাফে ১১৮৯ পয়েন্ট বেড়ে ৭৪ হাজারের সীমা (Sensex Today) পেরিয়ে গিয়েছিল। নিফটি ৫০-ও বেড়েছিল ১.৬৭ শতাংশ।
সকালেই বিরাট মুনাফা
গতকালের বিরাট ধসের পরে আজ সকাল থেকেই সমস্ত সেক্টরে তুমুল কেনাকাটা শুরু হয়েছে। সমস্ত সেক্টোরাল সূচক সবুজ হয়ে গিয়েছে। শুধু টিসিএসের শেয়ারে লাল সঙ্কেত দেখা যাচ্ছে। টাটা স্টিল, আদানি পোর্টস, টাইটানের শেয়ারে দারুণ লাফ দেখা যাচ্ছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকেও বিপুল মুনাফা এসেছে।
গতকাল সোমবার বাজারে ১৩ লক্ষ টাকা লোকসানের পরে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলির বাজার মূলধন ৮.৪৭ লক্ষ কোটি টাকা বেড়ে গিয়েছে। ট্রাম্পের পারস্পরিক কর আরোপের কারণে গতকাল সোমবার ব্যাপক পতন দেখা গিয়েছিল বাজারে। বৈশ্বিক বাজারেও টালমাটাল অবস্থা চলছিল। বাজার বিশেষজ্ঞরা অনেকেই বিনিয়োগকারীদের জানিয়েছেন যাতে তারা সতর্ক থেকে বিনিয়োগ করেন।
কর আরোপের ফলে কোন কোন সেক্টরে বেশি ধস
গতকাল ভারতের শেয়ার বাজারে ব্যাপক ধস দেখা গিয়েছিল। এর পিছনে ট্রাম্পের কর আরোপকেই দায়ী করা হয়েছিল। আর এই কারণে বৈশ্বিক বাজারেও ধস নেমেছে। বাজার বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের এই বিরাট ধসের মধ্যে সতর্ক থেকে বিনিয়োগ করতে বলেছেন। আজ এশিয়ান বাজারেও উত্থান লক্ষ করা গিয়েছে। জাপানের সূচক নিক্কেই এক লাফে ৬ শতাংশ বেড়েছে আজকের বাজারে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















