Stock Market: জুলাইতে বাজারে এসেছে ৩৪ হাজার কোটির বিদেশি বিনিয়োগ- দৌড়বে সূচক ?
FPI Buying: ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের তথ্য অনুসারে জানা যায়, জুলাই মাসে ইতিমধ্যেই প্রায় ৩৩ হাজার কোটি টাকার শেয়ার কিনেছে বিদেশি বিনিয়োগকারীরা।
![Stock Market: জুলাইতে বাজারে এসেছে ৩৪ হাজার কোটির বিদেশি বিনিয়োগ- দৌড়বে সূচক ? Stock Market FPI Buying Increased 34 thousand Crore Shares Bought Stock Market: জুলাইতে বাজারে এসেছে ৩৪ হাজার কোটির বিদেশি বিনিয়োগ- দৌড়বে সূচক ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/28/d50f6256a7defb133346aab38690689c1722165626309900_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
FPI Buying: ভারতের বাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের উৎসাহ এই মাসে প্রবলভাবে বেড়েছে। প্রচুর শেয়ার (Stock Market) কেনাকাটা করছেন বিদেশি বিনিয়োগকারীরা। বলা যায় বাজারে এখন বিদেশি বিনিয়োগ টপ গিয়ারে রয়েছে। যে সমস্ত বিদেশি বিনিয়োগকারীরা (FPI Buying) বিগত দেড় মাস আগেই কেনার দিকে ঝুঁকেছেন, তাদের মধ্যে অনেকেই ভারতের বাজারে শেয়ার কেনাকাটা করছেন। আর দেখা গিয়েছে এই জুলাই মাসে মোট ৩৪ হাজার কোটির শেয়ার কিনেছে বিদেশি বিনিয়োগকারীরা।
মোট ৪৯ হাজার কোটির কেনাকাটা হয়েছে
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের তথ্য অনুসারে জানা যায়, জুলাই মাসে ইতিমধ্যেই প্রায় ৩৩ হাজার কোটি টাকার শেয়ার কিনেছে বিদেশি বিনিয়োগকারীরা। আর এই শেয়ার কেনার মোট অঙ্ক ছুঁয়েছে ৩৩ হাজার ৬৮৮ কোটি টাকায়। আর যদি ডেট, হাইব্রিডের সংখ্যাটাও ইকুইটির সঙ্গে যোগ করা হয়, তাহলে এই সংখ্যাটা দাঁড়াবে ৪৯,২০৪ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে এই জুলাই মাসে ভারতের বাজারে মোট ৪৯ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। ২৭ জুলাই পর্যন্ত এই বিনিয়োগের অঙ্ক গণনা করা হয়েছে।
এই বছর বেড়েছে বিনিয়োগের মাত্রা
তথ্য বলছে, জুলাই মাসে আমরা যদি শুধু ডেট সেগমেন্টের দিকে তাকাই, তাহলে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের থেকে ১৯,২২৩ কোটি টাকা এসেছে বাজারে। আর গোটা বছরের হিসেব ধরলে ইকুইটি সেগমেন্টে বিদেশি বিনিয়োগের অঙ্ক দাঁড়িয়েছে ৩৬,৮৮৮ কোটি টাকায়। আর ডেট মিলিয়ে এই বিনিয়োগের অঙ্ক দাঁড়িয়েছে ৮৭,৮৪৬ কোটি টাকায়।
গত মাস থেকেই বেড়েছে কেনাকাটা
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের তথ্য বলছে, ভারতের বাজার ফের বায়ারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিরাট সেলঅফ চলেছে এই বছরের শুরুর দিকেই। জুন মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ২৫,৫৬৫ কোটি টাকার শেয়ার কিনেছিল। তাঁর আগের কথা দেখতে গেলে জুনের প্রথম দুই সপ্তাহে তারা সকলেই ছিল সেলারের ভূমিকায়। তৃতীয় সপ্তাহ থেকেই ভূমিকা বদল ঘটেছে বলা চলে। ফলে ভারতের বাজারে বেড়েছে বিনিয়োগের মাত্রাও।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Price: ১০ দিনেই কমেছে ৯ শতাংশ, ৪ মাসে সবথেকে সস্তা হল সোনার দাম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)