Tata Steel: অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৪,০১০ কোটি টাকার মুনাফা টাটা স্টিলের
অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে লাভের মুখ দেখল টাটা স্টিল। ক্রমবর্দ্ধমান আয়ের সূত্রে ওই কোয়ার্টারে তাদের মোট মুনাফার পরিমাণ বেড়ে হয়েছে ৪,০১০.৯৪ কোটি টাকা। এর আগের বছরের কোয়ার্টারে কোম্পানির ১,২২৮.৫৩ কোটি টাকা লোকসান হয়েছিল। মঙ্গলবার বিএসই ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে টাটা স্টিল। এর আগের বছরের সময়ের তুলনায় ২০২০-২১ এর তৃতীয় কোয়ার্টারে কোম্পানির মোট আয় ৩৫,৬১৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েচে ৩৯,৮০৯.০৫ কোটি টাকা। কোম্পানির খরচ ২০১৯-২০ র অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের ৩৫,৮৪৯.৯২ কোটি টাকা থেকে কমে হয়েছে ৩৪,১৮৩.১৮ কোটি টাকা।
নয়াদিল্লি: অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে লাভের মুখ দেখল টাটা স্টিল। ক্রমবর্দ্ধমান আয়ের সূত্রে ওই কোয়ার্টারে তাদের মোট মুনাফার পরিমাণ বেড়ে হয়েছে ৪,০১০.৯৪ কোটি টাকা। এর আগের বছরের কোয়ার্টারে কোম্পানির ১,২২৮.৫৩ কোটি টাকা লোকসান হয়েছিল। মঙ্গলবার বিএসই ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে টাটা স্টিল। এর আগের বছরের সময়ের তুলনায় ২০২০-২১ এর তৃতীয় কোয়ার্টারে কোম্পানির মোট আয় ৩৫,৬১৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩৯,৮০৯.০৫ কোটি টাকা। কোম্পানির খরচ ২০১৯-২০ র অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের ৩৫,৮৪৯.৯২ কোটি টাকা থেকে কমে হয়েছে ৩৪,১৮৩.১৮ কোটি টাকা।
এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে যে, তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানি ৪.৬০ মিলিয়ন টন আকরিক ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের পর্বের তুলনায় ৩ শতাংশ বেশি। ঘরোয়া বাজারে বিক্রয় আগের বছরের পর্বের তুলনায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৪.১৬ মেট্রিক টন। ইউরোপে ব্যবসা সম্পর্কে টাটা স্টিল জানিয়েছে যে, টাটা স্টিল নেদারল্যান্ডস ও টাটা স্টিল ইউকে-কে পৃথক করার প্রক্রিয়া চলছে।
গত ২৯ জানুয়ারি টাটা স্টিল সুইডেনের ইস্পাত প্রস্তুতকারী সংস্থা এসএসএবি নেদারল্যান্ডের ব্যবসা সম্পর্কে প্রাথমিক আগ্রহ প্রত্যাহার করেছে। টাটা স্টিল নেদারল্যান্ডের ব্যবসা বিক্রয় সম্পর্কে এসএসএবি-র সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। টাটা স্টিল জানিয়েছে, টাটা স্টিল নেদারল্যান্ডস (টিএসএন) সম্পর্কে এসএসএবি-র সঙ্গে আলোচনা বাতিলের পর কোম্পানি তাৎক্ষণিক সময়ের সময়ের জন্য পারফরম্যান্স ও নগদ জোগানের ওপর নজর দিয়েছে। ইউরোপিয় ব্যবসা সম্পর্কে একটি কৌশলগত ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছতে টাটা স্টিল প্রতিশ্রুতিবদ্ধ। টাটা স্টিল নেদারল্যান্ডস ও টাটা স্টিল ইউকে-র বিচ্ছিন্নকরণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি কোম্পানির পক্ষ থেকে।
টাটা স্টিলের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর টিভি নরেন্দ্রন বলেছেন, সারা বিশ্ব ও ভারতের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ফলে দেশে ইস্পাতের চাহিদা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। পরিকাঠামোয় লগ্নি ও সাম্প্রতিক নীতি সংক্রান্ত উন্নয়ন অর্থনৈতিক বৃদ্ধির সহায়ক হয়েছে এবং এতে ভারতে ইস্পাতের চাহিদা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
টাটা স্টিলের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিএফও কৌশিক চট্টোপাধ্যায় বলেছেন, প্রথম ত্রৈমাসিক মহামারীর গভীর প্রভাব কাটিয়ে টাটা স্টিল এই কোয়ার্টারে সেরা আর্থিক পারফরম্যান্স করেছে।
কোম্পানি জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম নয় মাসে তাদের মোট ঋণ ১৮,৬০৯ কোটি টাকা হ্রাস সম্পূর্ণ করেছে।