TCS Share Update: 'জিরো বাজারে হিরো TCS', কোন জাদুবলে উঠল দাম ?
Share Market Update: ধসের বাজারে একেবারে জাদু দেখাল TCS। এদিন বেশিরভাগ শেয়ারের দাম তলানিতে ঠেকলেও মাথা উঁচিয়ে থাকল 'টাটা কনসালটেন্সি সার্ভিসেস'।
Share Market Update: ধসের বাজারে একেবারে জাদু দেখাল TCS। এদিন বেশিরভাগ শেয়ারের দাম তলানিতে ঠেকলেও মাথা উঁচিয়ে থাকল 'টাটা কনসালটেন্সি সার্ভিসেস'।
TCS Share Update: কী করে হল অসাধ্য সাধন ?
এদিন বাজারের শুরু থেকেই সবুজে ছিল TCS-এর সূচক। মূলত, 'বাই ব্যাক শেয়ারের অফার' দারুণ কাজ করে কোম্পানির জন্য। গত ১২ ফেব্রুয়ারি কোম্পানি শেয়ার 'বাই ব্যাক'-এর ঘোষণা করেছে। যার জেরে এদিন NSE-তে ১.০৫ শতাংশ বেড়ে বন্ধ হয় টিসিএস-এর কাউন্টার।
TCS Share Update: আগামী ২৩ ফেব্রুয়ারি বাই ব্যাঙ্কের রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানি। TCS-এর এই ঘোষণার জেরে শেয়ারে এদিন হামলে পড়ে বিনিয়োগকারীরা। ৪৫০০ টাকায় কোম্পানির শেয়ার কিনে নেবে প্রোমোটাররা। যাতে লাভবান হবে বিনিয়োগকারীরা। সম্প্রতি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট প্রকাশের সময়েই এই ঘোষণা করেছিল কোম্পানি। সেই অনুযায়ী এবার বাই ব্যাকের দিনও ঠিক করে দিয়েছে TCS। এদিন নিফটিতে ধস নামলেও ৩৭৩৩-তে বন্ধ হয় টাটা কনসালটেন্সি সর্ভিসের কাউন্টার।
সোমবার সব এশিয়ার বাজারের সূচকই ছিল লাল রঙে। গত সপ্তাহে আমেরিকা ও ইউরোপিয়ান বাজারগুলি নেতিবাচক ফল করে। যার রেশ দেখা গিয়েছে এশিয়ার বাজারগুলিতে। বিশ্বায়নের ফলে এখন সব বাজারের সঙ্গেই সবার যোগাযোগ থাকায় এর ফল ভুগতে হয়েছে ভারতকে।
এদিকে কদিন আগেই দেশের সবথেকে বড় ব্যাঙ্ক দুর্নীতির পর্দাফাঁস হয়েছে দেশে। যেখানে এবিজি শিপইয়ার্ড কোম্পানির ডিরেক্টর ও পরিচালন সমিতির বেশকিছু লোকের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির মামলা দায়ের করেছে CBI। মোট ২৮টি ব্যাঙ্ক থেকে এই দুর্নীতিতে কোম্পানি নিয়েছে ২২,৮৪২ কোটি টাকা। এই ব্যাঙ্কগুলির মধ্যে সামিল রয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ছাড়াও ICICI, IDBI, Bank Of Baroda ছাড়াও বহু ব্যাঙ্ক। এই খবরের জেরে ব্যাঙ্কের শেয়ারগুলিতে এদিন ধস নামতে দেখা যায়। যার ফলে ব্যাঙ্ক নিফটি দিনের শেষে Nifty Bank-36,908.55-তে এসে দাঁড়ায়। ভয়াবহ 4.18% পতন দেখা যায় এই সূচকে।
দিনের শেষে সেনসেক্স ৫৬,৪০৫.৮৪ তে বন্ধ হয়। একেবারে ৩ শতাংশ নিচে নামে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। একই অবস্থা হয় নিফটি ৫০-র। ১৬৮৪২.৮০-তে বন্ধ হয় নিফটির সূচক। ৩.০৬ শতাংশ নিচে বন্ধ হয়েছে ইনডেক্স।