Tesla India launch: ভারতে কবে আসছে টেসলা ? 'জবাবে' এই বললেন ইলন মাস্ক
Tesla India launch: গত বছর থেকেই টেলসার ভারতে আসা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। মূলত একটি খবরকে কেন্দ্র করেই শুরু হয় গুঞ্জন। Model 3 গাড়ি লঞ্চের পর থেকেই টেসলা সম্পর্কে খবর প্রকাশিত হতে থাকে।
Tesla India launch: প্রতীক্ষার সময় আরও বাড়তে চলছে। ভারতে টেসলার লঞ্চ এখনও নিশ্চিত নয়। খোদ এই মন্তব্য করেছেন কোম্পানির সিইও এলন মাস্ক। ফলে টেসলা নিয়ে জল্পনায় জল পড়ল।
গত বছরে থেকেই টেলসার ভারতে আসা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। মূলত একটি খবরকে কেন্দ্র করেই শুরু হয় গুঞ্জন। Model 3 গাড়ি লঞ্চের পর থেকেই টেসলা সম্পর্কে খবর প্রকাশিত হতে শুরু করে সংবাদ মাধ্যমে। মূলত, ওই গাড়ির দামের জন্যই খবর রটতে থাকে গাড়ি বাজারে। অটো সাইটগুলি বলতে থাকে, মডেল ৩ হল টেসলার সবথেকে কম দামি গাড়ি। ভারতের বাজারের কথা মাথায় রেখেই এই গাড়ি তৈরি করা হয়েছে। তাই টেসলার মতো ইলেকট্রিক গাড়ি কোম্পানির ভারতে আসা, এখন কেবল সময়ের অপেক্ষা।
যদিও সম্প্রতি টেসলার ভারতে আসার বিষয়ে মুখ খুলেছেন ইলন।তিনি জানান, এখনও এই বিষয়ে সরকারের সঙ্গে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের। কিছুদিন আগেও দেশের রাস্তায় টেসলার গাড়ির পরীক্ষা হচ্ছে বলে গুজব ছড়িয়েছিল। মাস্কের কথায় সেগুলি যে নেহাত জল্পনা তা প্রমাণিত হল।
অটো ব্লগারদের মতে, ভারতে আসা নিয়ে 'টালবাহানা'র পিছনে টেসলার অন্য কারণ রয়েছে। মূলত, আমদানি শুক্ল কমাতে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন এলন মাস্ক। এই আমদানি শুল্ক কম বলে গাড়ির দাম কমবে। ফলে ক্রেতাদের কাছে আরও সস্তায় গাড়ি দিতে পারবে টেসলা। আর গাড়ির বিক্রি বাড়লে স্বাভাবিকভাবেই মুনাফা হবে বেশি।
সূত্রের খবর, প্রথমে ভারতে তাদের Model 3 গাড়ি ইমপোর্টের রাস্তা ধরে বিক্রি করতে চাইছে কোম্পানি। পরবর্তীকালে তারা ভারতে প্লান্ট খুলেতা বিক্রি করার কথা ভাবছে। যদিও টেসালরা এই আবেদনে সাড়া দিচ্ছে না মোদি সরকার। কেন্দ্র চাইছে, প্রথম থেকেই ভারতে তাদের গাড়ি তৈরির কারখানা খুলুক টেসলা। 'মেক ইন ইন্ডিয়া'র রাস্তায় দেশেই শুরু হোক বিদেশের ইউনিট।
এই নিয়ে আগেও মুখ খুলেছেন ইলন। তাঁর মতে, ভারতে আমদানি শুল্ক গাড়ির জন্য সর্বোচ্চ। প্রথমে সেগুলি কমালে তবেই ভারতে টেসলা ইন্ডিয়া লঞ্চের পরিকল্পনা শুরু হবে। অতীতে ভারতে গাড়ি কারখানা তৈরির জন্য মাস্ককে বলেছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। চিনে তৈরি গাড়ি দেশের বাজারে বিক্রি না করে, ভারতেই তাদের গাড়ির কারখানা খোলার কথা বলেছিলেন ওই মন্ত্রী।