Bank Account: আজ থেকেই বন্ধ হয়ে যাবে এই ৩ ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কড়া বার্তা RBI-এর; আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত ?
Bank Account to be Closed: রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত জালিয়াতি রুখতে, আর্থিক লেনদেনে স্বচ্ছ্বতা আনতে এবং ব্যাঙ্কিং সেক্টরকে ডিজিটালাইজেশনের অধীনে নিয়ে আসার জন্য।
Bank Account Closed: ২০২৫ সালের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি থেকেই রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে এমন কিছু নীতির যার কারণে গুরুতর প্রভাব পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নীতির প্রভাব পড়বে। রিজার্ভ ব্যাঙ্কের (Bank Account) নিয়ম অনুসারে, আজ থেকেই ৩ ধরনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে (Bank Account Closed) দেখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও এই তালিকায় আছে কিনা।
এই কারণে বড় সিদ্ধান্ত নিল RBI
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত (Bank Account) জালিয়াতি রুখতে, আর্থিক লেনদেনে স্বচ্ছ্বতা আনতে এবং ব্যাঙ্কিং সেক্টরকে ডিজিটালাইজেশনের অধীনে নিয়ে আসার জন্য। সাইবার জালিয়াতির সম্ভাবনা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI জানিয়েছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত ১২ মাসে কোনো লেনদেন হয়নি, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্ট বিগত ১২ মাস ধরে বন্ধ পড়ে আছে, সেগুলি এবার নিষ্ক্রিয় হয়ে যাবে।
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট
১২ মাস ধরে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account Closed) কোনো লেনদেন হয়নি, সেগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে আজ থেকে। এল বছর বা তাঁর বেশি সময় ধরে যে ব্যক্তি তাঁর অ্যাকাউন্টে কোনো লেনদেন করেননি, সেগুলি এবার বন্ধ হয়ে যাবে। তবে পরে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। অ্যাকাউন্টে জালিয়াতি রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।
জিরো ব্যালান্স অ্যাকাউন্ট
১ জানুয়ারি থেকে এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যেগুলিতে দীর্ঘ সময় ধরে জিরো ব্যালান্স রয়েছে, সেগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে। এজন্য আপনাকে ব্যাঙ্কের শাখায় গিয়ে কেওয়াইসি করাতে হবে।
ডোরম্যাট অ্যাকাউন্ট
২ বছর বা তার বেশি সময় ধরে যে সমস্ত অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি এই ধরনের অ্যাকাউন্ট মূলত সাইবার জালিয়াতদের নজরে পড়ে বেশি। এগুলি হ্যাকড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, পরে যা দিয়ে মানুষকে প্রতারণা করা হয়। এই ধরনের অ্যাকাউন্টও আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী বন্ধ করে দেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: LPG Price Cut: বছরের শুরুতেই সস্তা হল এলপিজি গ্যাসের দাম; আপনার শহরে কত কমল দাম ?