PSU Banks: পাবলিক শেয়ারহোল্ডিং নীতি মেনে সরকারি মালিকানা কমিয়ে দেবে এই ৫ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
PSU Banks Share Holding: SEBI-র MPS নিয়ম অনুসারে প্রতিটি পিএসইউ ব্যাঙ্ককে তাঁদের মোট শেয়ার হোল্ডিংয়ের ন্যূনতম ২৫ শতাংশ ছেড়ে রাখতে হবে পাবলিক শেয়ারহোল্ডিংয়ের জন্য।
Government Shareholding: বর্তমানে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেশিরভাগ স্টেক রয়েছে সরকারের কাছে। তবে এবার বেশ কিছু ব্যাঙ্কের থেকে সরকারি মালিকানা কমতে চলেছে। কোনও কোনও PSU ব্যাঙ্কে ৯০ শতাংশেরও বেশি স্টেক আছে সরকারের। এই নীতি আবার SEBI-র নিয়মবিরুদ্ধ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং নীতি অনুসারে সরকারের স্টেক ৭৫ শতাংশের মধ্যে কমিয়ে আনা হচ্ছে।
MPS নীতি মানতে হবে ব্যাঙ্কগুলিকে
ফিনান্সিয়াল সার্ভিসেসের সেক্রেটারি বিবেক যোশী সম্প্রতি জানিয়েছেন, ১২টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের মধ্যে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে ৪টি ব্যাঙ্ক কেবলমাত্র MPS নীতি মেনেছে। এছাড়া আরও তিনটি ব্যাঙ্ক এই অর্থবর্ষের মধ্যেই ন্যূনতম ২৫ শতাংশ পাবলিক শেয়ারহোল্ডিং বৃদ্ধি করেছে। আর বাকি ৫টি রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাঙ্ক এমপিএসের নিয়ম মানার জন্য প্রস্তুত। ফলে এই ৫টি ব্যাঙ্কের শেয়ারের মধ্যে সরকারের মালিকানা কমবে এবার। SEBI-র MPS নিয়ম অনুসারে প্রতিটি পিএসইউ ব্যাঙ্ককে তাঁদের মোট শেয়ার হোল্ডিংয়ের ন্যূনতম ২৫ শতাংশ ছেড়ে রাখতে হবে পাবলিক শেয়ারহোল্ডিংয়ের জন্য।
কোন ব্যাঙ্কে কত স্টেক সরকারের
এখন PSU ব্যাঙ্কগুলির মধ্যে পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে সরকারি মালিকানা আছে ৯৮.২৫ শতাংশ। ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে সরকারের শেয়ারহোল্ডিং আছে ৯৬.৩৮ শতাংশ। ইউকো ব্যাঙ্কের মালিকানার মধ্যে ৯৫.৩৯ শতাংশ কেন্দ্রের মালিকানা আছে। এছাড়াও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ক্ষেত্রে কেন্দ্র সরকারের মালিকানা আছে যথাক্রমে ৯৩.০৮ শতাংশ এবং ৮৬.৪৬ শতাংশ। এই পাঁচটি ব্যাঙ্কই এখন সরকারি মালিকানা হ্রাস করতে চলেছে।
ছাড় দিয়েছে সেবি
জানা গিয়েছে, SEBI-র পক্ষ থেকে এই ব্যাঙ্কগুলিকে ২০২৪ সালের অগস্ট মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই ব্যাঙ্কগুলির মালিকানার ন্যূনতম ২৫ শতাংশ রাখতে হবে পাবলিক শেয়ারহোল্ডিংয়ের জন্য।
কেওয়াইসির নিয়মে বদল
সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন সারা দেশজুড়ে চালু হবে ইউনিফর্ম কেওয়াইসি। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা মিউচুয়াল ফান্ড বারবার কেওয়াইসি জমা করার দরকার পড়বে না। সেবির কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় যদি কেউ একবার কেওয়াইসি জমা করেন, তাহলেই তা একইসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও কার্যকর হবে। জানা গিয়েছে, কেন্দ্র সরকার টিভি সোমানাথনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যা এই ইউনিফর্ম কেওয়াইসি সংক্রান্ত সমস্ত কাঠামো ও নিয়মের খসড়া প্রস্তুত করবে।
আরও পড়ুন: Uniform KYC: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড, বড় বদল আসছে KYC-র নিয়মে- কী সুবিধে গ্রাহকদের ?