(Source: ECI/ABP News/ABP Majha)
Top 10 Richest Indians: মুকেশ অম্বানি, আদানি থেকে নীরজ বাজাজ, সম্পত্তির দৌড়ে কে, কাকে টেক্কা দিলেন?
Top 10 Richest Indians 2023: কখনও মুকেশ অম্বানি, কখনও আবার গৌতম আদানি, ব্যবসার জগতে সম্পত্তির পাল্লা ভারী কার বেশি? বছর শেষের ফলাফলে এবার চোখ রাখা যাক। এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন মুকেশ অম্বানি।
বছর শেষ হতে চলল। এই অবসরে হুরুন ইন্ডিয়া প্রকাশ করেছে তাদের ফ্ল্যাশব্যাক ২০২৩। ভারতে এই বছরের সবথেকে ধনী ১০ জনের নাম। বছরের নানা সময় ভারতের ধনাঢ্যরা কে, কাকে টেক্কা দিলেন তা নিয়ে চর্চায় থাকে দেশবাসী। কখনও মুকেশ অম্বানি, কখনও আবার গৌতম আদানি, ব্যবসার জগতে সম্পত্তির পাল্লা ভারী কার বেশি? বছর শেষের ফলাফলে এবার চোখ রাখা যাক। শুধু তাঁরা দু'জনই নন, ভারতের আরও ৮ জন ধনাঢ্যের নামও উঠে এসেছে এই তালিকায়। নীরজ বাজাজ, লক্ষ্মী মিত্তল, গোপীচাঁদ হিন্দুজা প্রমুখদের চেনেন কি ?
এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন মুকেশ অম্বানি। এই বছরও সম্পত্তির দৌড়ে তিনি অপরাজিত। বছর শেষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ অম্বানির মোট সম্পদের পরিমাণ ৮.০৮ লক্ষ কোটি টাকা। লক্ষণীয় গত ৯ বছরে তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ৪ গুণ। আর তার ঠিক পরেই রয়েছেন গৌতম আদানি। আদানি গ্রুপের কর্ণধারের এই বছরের শেষে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৭৪ লক্ষ কোটি টাকা। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই আদানির সম্পদের পতন ঘটেছে বলে মনে করা হচ্ছে। তৃতীয় স্থানে রয়েছেন আরেক ধনাঢ্য সাইরাস এস পুনাওয়ালা। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তিনিই তৈরি করেছেন। তার সম্পদের পরিমাণ ২.৭৮ লক্ষ কোটি টাকা।
তারপরে তালিকায় একে একে উঠে আসছে শিব নদার, গোপীচাঁদ হিন্দুজা, দিলীপ সাংভি, কুমার মঙ্গলম বিড়লা, নীরজ বাজাজের নাম। সম্পদের দৌড়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। এইচসিএল টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিব নদার চতুর্থ স্থানে রয়েছেন, তাঁর সম্পদের পরিমাণ ২.২৮ লক্ষ কোটি টাকা। তারপরে ১.৭৬ লক্ষ কোটি টাকা নিয়ে তালিকায় পঞ্চমে দাঁড়িয়ে গোপীচাঁদ হিন্দুজা।
সান ফার্মাসিউটিক্যালের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ সাংভির সম্পত্তির পরিমাণ এখন ১.৬৪ লক্ষ কোটি টাকা। তিনি রয়েছেন এই তালিকার ষষ্ঠ স্থানে। ডিমার্ট ওরফে অ্যাভিনিউ সুপারমার্টের প্রতিষ্ঠাতা রাধাকিষাণ দামানির নাম কে না শুনেছে। ভারতজোড়া খ্যাতি তাঁর। এফএমসিজির দুনিয়ায় তিনি মাইলফলক। তাঁর সম্পদের পরিমাণ বছর শেষে ১.৪৩ লক্ষ কোটি টাকা। অষ্টম স্থানে রাধাকিষাণ দামানির পরেই রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা যাঁর বর্তমান সম্পদের পরিমাণ ১.২৫ লক্ষ কোটি টাকা। আর এই তালিকার একেবারে শেষে রয়েছেন বাজাজ অটো সংস্থার চেয়ারম্যান নীরজ বাজাজ।
আরও পড়ুন: ভারতের রাস্তায় আদৌ ছুটবে টেসলা? শুল্ক নিয়ে নতুন করে জট, অশনি সঙ্কেত দেখছেন অনেকেই