Trump Tariffs : 'কঠিন সময় আসছে ভারতের', এবার হুমকি ট্রাম্পের সহযোগীর, ১৪০ কোটি দেশবাসী নিয়ে 'ব্যঙ্গ'
India US Relation : ট্রাম্পের (Donald Trump) থেকে একধাপ এগিয়ে, ভারতকে 'দেখে নেওয়ার' হুমকি (US Threats India) দিয়েছেন তিনি। ১৪০ কোটি দেশবাসী নিয়ে কটূক্তি করতেও ছাড়েননি।

India US Relation : ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (India US Trade Deal) নিয়ে ইতিবাচক আলোচনার আবহে ফের কাটল সম্পর্কের তার। এবার সৌজন্যে ট্রাম্পের বাণিজ্য সচিব (US Commerce Secretary) হাওয়ার্ড লুটনিক (Howard Lutnick)। ট্রাম্পের (Donald Trump) থেকে একধাপ এগিয়ে, ভারতকে 'দেখে নেওয়ার' হুমকি (US Threats India) দিয়েছেন তিনি। ১৪০ কোটি দেশবাসী নিয়ে কটূক্তি করতেও ছাড়েননি।
ভারতকে সুবিধাবাদি বলে আক্রমণ
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্ভাবনার মধ্যে এবার 'ফুট কাটলেন' মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। ভারতের বিরুদ্ধে সুর চড়াতে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকেই সঠিক বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের "সুবিধা নেওয়ার" জন্যই হাত বাড়ায়। পাল্টা আমেরিকার জন্য কিছু করে না।
কোন প্রসঙ্গে ভারতকে হুমকি
আসলে ১৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ভারতের বাণিজ্য নীতি নিয়ে কটাক্ষ করেন লুটনিক। তিনি বলেন, বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও আমেরিকার সামান্য পরিমাণ ভুট্টা কিনবে না ভারত। এখানেই থেমে থাকেননি ট্রাম্পের বাণিজ্য় সচিব। মার্কিন বাণিজ্য নীতি ও শুল্ক আরোপের প্রশ্নের উত্তরে লুটনিক বলেন, “ভারত ১৪০ কোটি মানুষের নিয়ে গর্ব করে , কিন্তু সামান্য পরিমাণ আমেরিকার ভুট্টাও কিনবে না।
কেন ১.৪ বিলিয়ন মানুষ সামান্য পরিমাণ মার্কিন ভুট্টা কিনবে না ? এটা কি মানা যায় ! তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করবে, অথচ আমাদের ভুট্টা কিনবে না। আবার সবকিছুর ওপর শুল্ক আরোপও করবে। নয়াদিল্লিকে অবশ্যই তার শুল্ক কমাতে হবে, না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গিয়ে "কঠিন সময়ের" মুখোমুখি হতে হবে।''
‘ভারত আমাদের সুবিধা নেয়’
ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে লুটনিক বলেন, “দুই দেশের বাণিজ্য সম্পর্ক একমুখী। ভারত আমাদের কাছে বিক্রি পণ্য় করে আমাদের সুবিধা নেয়। যদিও ওরা ওদের অর্থনীতিতে আমাদের প্রবেশে বাধা দেয়। এই জায়গাতেই আমেরিকার সঙ্গে মত পার্থক্য তৈরি হচ্ছে ভারতের। যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট মুখ খুলেছেন, তিনি, 'ন্যায্য ও পারস্পরিক বাণিজ্যে' বিশ্বাসী।
এখন কোথায় দাঁড়িয়ে ভারত-মার্কিন সম্পর্ক
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পক্ষে কথা বলতে গিয়ে মার্কিন বাণিজ্য সচিব বলেছেন, ''ভারতকে বলা হয়েছে, তোমার শুল্ক কমাও ও আমাদের সঙ্গে আমাদের মতো আচরণ কর। যেভাবে আমরা তোমাদের সঙ্গে ব্যবসা করি। আমেরিকা বছরের পর বছর ধরে ভুল সংশোধন করেছে, তাই আমরা চাই যে এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করা হোক।'এটাই প্রেসিডেন্টের বাণজ্যি মডেল, হয় তুমি এটা মেনে নাও, নতুবা বিশ্বের সবচেয়ে বড় উপভোক্তার সঙ্গে ব্যবসা করতে কঠিন সময়ের মুখোমুখি হও।"






















