Upcoming IPO: আগামী সপ্তাহেই বাজারে আসবে এই ৫ IPO, লিস্টিং হবে ১৪ শেয়ারের
IPO Alert: বাজাজ হাউজিং ফিনান্স ইতিমধ্যেই ৮৯ লক্ষ আবেদন পেয়েছে, টাটা টেকনোলজিসের আগের ৭৩ লক্ষ আবেদনের রেকর্ড ভেঙে দিয়েছে। ৬৫৬০ কোটির আইপিওর জন্য বিনিয়োগকারীরা সর্বমোট ৩.২ ট্রিলিয়ন বিড করেছে।
IPO Listing: আগামী সপ্তাহে স্টক মার্কেটে একের পঅর এক নতুন শেয়ার লিস্টিং হতে চলেছে এবং একইসঙ্গে নতুন ৫টি আইপিও আসবে বাজারে। আগামীকাল সোমবারই বাজারে লিস্টিং হবে বাজাজ হাউজিং ফিনান্স আইপিওর। এর সঙ্গে ১৪টি আইপিওর লিস্টিং (IPO Listing) হতে চলেছে এই বাজারে। শুক্রবার আগামী সপ্তাহে ট্রেডিং সেশন শেষ হবে। মেনবোর্ডে ৫টি আইপিও আসছে বিনিয়োগকারীদের জন্য এবং এসএমই ক্যাটাগরিতে (Upcoming IPO) আসতে চলেছে ১২টি আইপিও। গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিং, শ্রী তিরুপতি বালাজী ইতিমধ্যে দারুণ ডেবিউ (IPO Alert) করেছে এবং পকেট ভরিয়েছে বিনিয়োগকারীদের। আগামী সপ্তাহেও বিনিয়োগকারীদের কাছে মুনাফার সুযোগ থাকছে।
টাটা টেকনোলজিসের রেকর্ড ভেঙেছে বাজাজ হাউজিং ফিনান্স
বাজাজ হাউজিং ফিনান্স ইতিমধ্যেই ৮৯ লক্ষ আবেদন পেয়েছে, টাটা টেকনোলজিসের আগের ৭৩ লক্ষ আবেদনের রেকর্ড ভেঙে দিয়েছে। ৬৫৬০ কোটির আইপিওর জন্য বিনিয়োগকারীরা সর্বমোট ৩.২ ট্রিলিয়ন বিড করেছে। আগামী সপ্তাহে আর্কেড ডেভেলপারস এবং নর্দার্ন এআরসি ক্যাপিটাল আইপিও দিয়ে শুরু হবে। সোমবার বাজাজ হাউজিং ফিনান্স সহ ক্রস এবং টনিস টায়ারস সংস্থার আইপিওর লিস্টিং হবে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর তালিকাভুক্ত হবে পিএন গাডগিল জুয়েলার্সের শেয়ার। ১৮ সেপ্টেম্বর বন্ধ হবে ওয়েস্টার্ন ক্যারিয়ার্সের সাবস্ক্রিপশন উইন্ডো।
Arcade Developers IPO
মেনবোর্ডে এই আইপিও আসতে চলেছে সোমবার। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই আইপিওর সাবস্ক্রিপশন। ১২১ টাকা থেকে ১২৮ টাকার মধ্যে রাখা হয়েছে এই আইপিওর প্রাইসব্যান্ড। এর লট সাইজ রাখা হয়েছে ১১০টি। এই আইপিও কিনতে গেলে আপনাকে ন্যূনতম ১৪,০৮০ টাকা খরচ করতে হবে। সংস্থা বাজার থেকে আইপিওর মাধ্যমে ৪১০ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে। ২৪ সেপ্টেম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে এই আইপিও লিস্টিং হবে।
Northern ARC Capital IPO
এই আইপিওটিও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে। এই সংস্থা বাজার থেকে ৭৭৭ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এই আইপিওর প্রাইসব্যান্ড থাকবে ২৪৯ টাকা থেকে ২৬৩ টাকার মধ্যে। এই আইপিওতে শেয়ারের লট সাইজ রাখা হয়েছে ৫৭টি।
SME ক্যাটাগরিতেও আসবে ৫টি নতুন আইপিও
এছাড়াও আগামী সপ্তাহে বাজারে আসবে পপুলার ফাউন্ডেশনস, ডেকান ট্রান্সকন লিজিং অ্যান্ড এনভায়রোটেক সিস্টেমস আইপিও। এসডি রিটেল, বাইকওয়ো গ্রিন টেক, প্যারামাউন্ট স্পেশালিটি ফোর্জিংস, পেলাট্রো অ্যান্ড ওসেল ডিভাইসেস এসএমই ক্যাটাগরিতে বাজারে আসতে চলেছে।