Gold Price Today: এবার আরও সস্তা হল সোনা ! আজ কিনলে ১ ভরিতে কত সাশ্রয় হবে ?
Gold Silver Price Today: সোনার দাম আজ আবার কমেছে। ২৪ ক্যারেট সোনার দাম এখন প্রতি গ্রামে ৮৫৭৫ টাকা, আর ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৮১৫০ টাকা।

Gold Rate: সোনার দাম এবার কমতে শুরু করেছে। গতকালও খানিক কমেছিল সোনার দাম, তবে আজ আরও সস্তা হল সোনা। বাংলার বাজারে এবার কম খরচে সোনার গয়না গড়াতে পারবেন গ্রাহকরা। মধ্যবিত্তদের স্বস্তি মিলল আজকের সোনার (Gold Price Today) দামে। বিয়ের মরশুম শেষের পথে,আবার শুরু হবে বৈশাখে। তার আগে সস্তায় সোনা কিনে রাখলে কত সাশ্রয় হবে আজ দেখে নিন।
আজ ৭ মার্চ শুক্রবারের বাজারে সোনার দাম আরও কমল। এখন থেকে বাংলার বাজারে ২৪ ক্যারাট সোনার দাম পড়বে প্রতি গ্রামে ৮৫৭৫ টাকা আর ২২ ক্যারাট গয়নার সোনার দাম (Gold Price Today) প্রতি গ্রামে এখন ৮১৫০ টাকা। অর্থাৎ গতকালের থেকে এই ২৪ ক্যারাটের দাম গ্রাম পিছু ১৫ টাকা অর্থাৎ এক ভরিতে ১৫০ টাকা কমে গিয়েছে।
আজকের সোনার দাম (৭ মার্চ ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮৫৭৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৮১৫০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭৮০৩ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬৬৯০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৭,৩১২ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )






















