PM Kisan Yojana: মোদি পাঠাবেন ২০০০ টাকা ! এই দিনে অ্যাকাউন্টে ঢুকতে পারে যোজনার কিস্তি
PM Kisan Yojana 19th installment : পিএম কিষাণ যোজনার কিস্তির টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তিদের অবশ্যই ই-কেওয়াইসি করাতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার টাকা পেতে হলে এই কাজ করে রাখা আবশ্যক।

PM Kisan Yojana Installment: প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করানো আছে তারা খুব শীঘ্রই পাবেন ২০০০ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যোজনার ১৯তম কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টে পাঠাবেন (PM Kisan Yojana) বলে জানা গিয়েছে। এর আগে ১৮টি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। সংবাদসূত্র অনুযায়ী কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামী ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে আসবেন পরিদর্শনে এবং সেইদিনেই বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সম্ভবত ঐ দিনেই কিষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
ই-কেওয়াইসি করাতে হবে
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার এই কিস্তির টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তিদের অবশ্যই ই-কেওয়াইসি করাতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার টাকা পেতে হলে এই কাজ করে রাখা আবশ্যক। এর আগে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যোজনার ১৮তম কিস্তির টাকা পাঠিয়েছিলেন কৃষকদের অ্যাকাউন্টে। এরপরে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই আবার নতুন কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা।
কী এই কিষাণ যোজনা
পিএম কিষাণ যোজনা একটি কেন্দ্র সরকারের প্রকল্প যেখানে নথিভুক্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তার টাকা পাঠানো হয়। কৃষকদের এই যোজনার অধীনে বছরে ৬ হাজার টাকা পাঠানো হয়, মোট তিনটি করে কিস্তিতে এই টাকা পাঠানো হয় সরকারের তরফে। প্রতি চারমাস অন্তর এই ২ হাজার টাকা করে পাঠানো হয়। এক্ষেত্রে টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। কৃষকের নামেই জমি নিবন্ধীত থাকতে হবে।
ই-কেওয়াইসি করানো কেন জরুরি
দেশের যে সমস্ত কৃষকরা এই যোজনার অধীনে টাকা পেতে চান তাদের ই-কেওয়াইসি করানো আবশ্যিক। এক্ষেত্রে কোনো মধ্যবর্তী ব্যক্তি ছাড়াই টাকা পান কৃষকরা। ই-কেওয়াইসি করা থাকলে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে যায়।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে, দাবি উঠেছিল বাজেটের আগে। এতদিন পর্যন্ত বছরে ৬ হাজার টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা, এবার দাবি উঠেছে তা ১২০০০ টাকা করে দিতে হবে। তবে এই যোজনার টাকা না বাড়ানো হলেও এবারের বাজেটে কৃষকদের জন্য অনেক সুবিধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Zomato Name Change: বদলে গেল 'জোমাটো'র নাম ! নতুন লোগো আনল সংস্থা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
