GST News: রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেবে তো কেন্দ্র? GST-কাঠামো পরিবর্তনে উদ্বেগের কথাও জানালেন অর্থনীতিবিদরা
GST Reduction: উৎসবের মরশুমে নিত্য প্রয়োজনের জিনিসপত্রের উপর GST-র হার কমিয়ে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমাকে GST-মুক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে কেন্দ্র।

নয়াদিল্লি: উৎসবের মরশুমে GST-র কাঠামোয় রদবদল। নিত্য় প্রয়োজনের একাধিক জিনিসপত্রের দাম কমবে এতে। এতে সাধারণ মানুষ স্বস্তি পেলেও, রাজ্যগুলির কী হবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে মুখ খুললেন বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার এবং শৈবাল কর। তিনি জানিয়েছেন, রাজ্যের সরকারগুলি GST-র উপর নির্ভরশীল, সেখান তাদের রাজস্ব আসে। জিএসটি-র হার কমিয়ে দেওয়ায় সেই রাজস্ব ধাক্কা খাবে। এক্ষেত্রে কেন্দ্র রাজ্যগুলিকে ক্ষতিপূরণ জোগাবে কি না, প্রশ্ন তুলেছেন তিনিও। (GST News)
উৎসবের মরশুমে নিত্য প্রয়োজনের জিনিসপত্রের উপর GST-র হার কমিয়ে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমাকে GST-মুক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে কেন্দ্র। প্রায় একদশক ধরে বিরোধীরা এই দাবিই তুলে আসছিলেন। সেই সময় কর্ণপাত না করলেও, একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত জনমোহিনী বলে যেমন দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলি, তেমনই GST-র কাঠামো পরিবর্তনের নেপথ্যে আমেরিকার 'শুল্ক শাস্তি'র সংযোগও দেখছেন অর্থনীতিবিদরা। (GST Reduction)
সেই আবহেই এবিপি আনন্দে মুখ খুললেন অর্থনীতিবিদরা। অভিরূপবাবু বলেন, "চমৎকার পদক্ষেপ। বহুদিন আগেই এটা হওয়া দরকার ছিল। সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা অত্যন্ত জরুরি এবং মহার্ঘও। তাই ১৮ শতাংশে খুবই কষ্ট হতো। সেটা যে উঠে গেল, তা ভাল পদক্ষেপ। পরিবারের রোজগেরে সদস্য মারা গেলে...জীবন বিমা সাধারণ নুষের ভরসার জায়গা। তাই ভাল পদক্ষেপ।"
কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপে উদ্বেগও প্রকাশ করেছেন অভিরূপবাবু। তাঁর বক্তব্য, "অন্য যে জিনিসপত্রের দাম কমল, তাতে সরকারের রাজস্ব কমে গেল। কীভাবে সেটা কমপেনসেটেড হবে, তা নিয়ে সরকার অবশ্যই চিন্তিত। কিন্তু অনেক বেশি চিন্তিত রাজ্যগুলি। কারণ GST-র উপর রাজ্যের নির্ভরশীলতা অনেক বেশি। কেন্দ্রীয় সরকার সরাসরি আয়কর, কর্পোরেট আদায় করে। রাজ্যের অধিকাংশ টাকাই আসে GST থেকে। রাজ্যগুলি কেন্দ্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে। কেন্দ্রীয় সরকার সেটা কীভাবে দেবে, আদৌ দেবে কি না, তা ভবিষ্যতেই দেখা যাবে।"
অভিরূপবাবু জানিয়েছেন, এখনও পুরো হিসেব পরিষ্কার হয়নি। তবে খসড়া অনুযায়ী, GST-তে ছাড় দেওয়ায় ৯৬ হাজার কোটি টাকা রাজস্ব কমে যাবে সরকারের। রাজ্য সরকারগুলি কেন্দ্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে বলে মত তাঁর।
এব্যাপারে একমত অর্থনীতিবিদ শৈবালবাবুও। তাঁর কথায়, "১০০-১৫০ পণ্যের GST কমে ১২ এবং ২৮ থেকে ৫ শতাংশ হয়েছে। প্রথম যখন কার্যকর হয়, সেই সময় কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হতো। কারণ রাজ্যের সমস্ত কর GST-র আওতায় চলে গিয়েছিল। নিজস্ব রোজগার ছিল না। এখন কিন্তু সেটা দিতে হবে। এই যে ১০ বছর ধরে GST বহাল রাখল কেন্দ্র, তাতে উৎপাদন এবং চাহিদায় প্রভাব পড়েছে। নতুন স্ল্যাবের পর পরই তা আগের জায়গায় ফিরে যাবে বলে আশা করা যায় না। ফলে ছ'মাস-একবছর অন্তত রাজ্যগুলিকে ক্ষতিপূরণের প্যাকেজ দিতে হবে। নইলে রাজ্যগুলির রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে। ফলে রাজ্যের উপর কী প্রভাব পড়ে, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।"
এতদিন ৫, ১২, ১৮, ২৮ শতাংশের চারটি স্ল্যাব ছিল। জীবনবিমা, স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ GST আদায় করা হতো, যাতে সাধারণ মানুষ বিপাকে পড়ছিলেন। বিমার আওতার বাইরে চলে যাচ্ছিলেন বহু মানুষ। নতুন ঘোষণায় ১২ এবং ২৮ শতাংশের স্ল্যাব পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। পড়ে থাকল ৫ ও ১৮ শতাংশ। সেই সঙ্গে ৪০ শতাংশের স্ল্যাব যুক্ত করা হয়েছে।






















