Fake Liquor: নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের অভিযোগে বাইপাসের ধারে বহুতল থেকে গ্রেফতার ৩
Kolkata News:নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের অভিযোগ, গ্রেফতার ৩। বাইপাসের ধারে বহুতল থেকে গ্রেফতার মূল পান্ডা, নারকেলডাঙা থেকে ধৃত আরও ২।
ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নকল স্টিকার (Fake Liquor Arrest) সেঁটে জাল মদের কারবারের অভিযোগ, গ্রেফতার ৩। বাইপাসের (Bypass) ধারে বহুতল থেকে গ্রেফতার মূল পান্ডা, নারকেলডাঙা থেকে ধৃত আরও ২। গত কাল, বুধবার ক্যানাল (Canal East Road) ইস্ট রোডের ছাপাখানায় অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর জাল স্টিকার, ধৃত ২। ধৃতদের জেরা করে নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের মূল চাঁই গ্রেফতার। ছাপাখানাটিকে সিল করল পুলিশ।
কী জানা গেল?
জাল মদ বিক্রি চক্রের হদিস পেতে ৩৫ নম্বর ক্যানাল ইস্ট রোডে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তল্লাশি অভিযান চালায়। অভিযোগ, সেখানে মদের বিভিন্ন নামীদামি সংস্থার 'স্টিকার' ছাপা হত। তার পর, সেগুলি জাল মদের বোতলে লাগিয়ে ভিন রাজ্যে পাচার করা হত। গোটা ঘটনায়, কলকাতা গোয়েন্দা পুলিশ ৩ জনকে গত কাল গ্রেফতার করে। ধৃতদের মধ্যে এক জন দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনে থাকে। পুলিশের দাবি, নামী সংস্থার স্টিকার ছাপিয়ে, তা জাল মদের বোতলে লাগিয়ে বিক্রি করা হত। এই চক্র ঝাড়খন্ড-সহ ভিন রাজ্যেও সক্রিয়। কয়েক কোটি টাকার লেনদেন চলে এর মধ্যে, ধারণা কলকাতা পুলিশের। গোটা চক্রের মূল পান্ডা, ধৃতদের একজন, দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনে থাকত। সেখান থেকেই বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। জাল মদের কারবার এই রাজ্যে প্রথম নয়।
বাঁকুড়ায় আবগাড়ি দফতরের অভিযান...
গত মে মাসে, অভিযান চালিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার সীমানাবর্তী এলাকায় ৬০ এ জাতীয় সড়কের ধারের একটি হোটেল থেকে বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করেছিল আবগারি দফতর । বিশেষ সূত্রে খবর পেয়ে মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল বিদেশি মদ উদ্ধার করে জেলা আবগার দফতরের আধিকারিকরা। বেআইনি ভাবে মদ মজুত রাখা ও নকল মদের ব্যবসা করার অভিযোগে গ্রেফতার করা হয় হোটেলের মালিককে। আবগারি দফতর সূত্রে জানা যায়, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমানাবর্তী এলাকায় রমরমিয়ে নকল মদের ব্যবসা চলছে, এমন অভিযোগ আসছিল। এরপরই ওই এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি একাধিক সোর্সকে তথ্য সংগ্রহে তৎপর করা হয়। তার পর একদিন খবর আসে বাঁকুড়া পুরুলিয়ার সীমানায় ৬০ এ জাতীয় সড়কের ধারে মা রক্ষাকালী হোটেল ও রেস্টুরেন্ট নামের একটি হোটেলে বিপুল পরিমাণ নকল বিদেশী মদ মজুত করা হয়েছে। খবর আসতেই অভিযানে নামে বাঁকুড়া জেলা আবগারি দফতর।
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে অভিনেতা-যোগ, ৪৪ লক্ষের লেনদেন, আদালতে জানাল ED