Abhishek Banerjee: BLO-দের উপর 'নজরদারির' নির্দেশ অভিষেকের, ভার্চুয়াল বৈঠকে গরহাজির কল্যাণ
Kolkata News: মঙ্গলবার, প্রায় ৯ হাজার দলীয় পদাধিকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল অফিসার, সংক্ষেপে BLO-দের ওপর কার্যত নজরদারির নির্দেশ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা: দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল অফিসার বা BLO-দের ওপর কার্যত নজরদারির নির্দেশ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, তিনি বলেন, যদি মনে হয়, কোনও বুথ লেভেল অফিসার নিয়মের বাইরে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটা দলের রাজ্য় দফতরে রিপোর্ট করুন। তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকে হাজির ছিলেন না কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।
মঙ্গলবার, প্রায় ৯ হাজার দলীয় পদাধিকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল অফিসার, সংক্ষেপে BLO-দের ওপর কার্যত নজরদারির নির্দেশ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বছর ঘুরলেই রাজ্য়ে বিধানসভা ভোট। তার আগে, ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্য়ুকে হাতিয়ার করে, কার্যত ময়দানে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, এদিন সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান-সহ দলীয় পদাধিকারীর সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, অনেক বুথ লেভেল অফিসার রন্ধ্রে রন্ধ্রে সিপিএম। তাঁরা চান না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসুক। তাঁদের চিহ্নিত করতে হবে। যদি মনে হয়, তাঁরা দায়িত্ব পালন করছে না, সুব্রত বক্সী বা আমার দফতরে রিপোর্ট পাঠান। কোনও বুথ লেভেল অফিসার যদি বাড়িতে না গিয়ে রিপোর্ট পাঠান, তাহলে ৩১শে আগস্টের মধ্যে সেই তথ্য রাজ্য় সরকারকে জানান। যদি মনে হয়, তাঁরা কারচুপি করছেন, রাজনৈতিক দলের ইশারায় চলছেন, তাহলে সেই অফিসারদের নাম পদ চিহ্নিত করে বিধায়ক, জেলা কমিটি এবং রাজ্য কমিটিকে রিপোর্ট পাঠাবেন।
সূত্রের খবর, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দেন, যে সমস্ত বুথে ২০২১ এবং ২০২৪ সালে ভোটে তৃণমূল ১০০-এর বেশি ভোটে হেরেছিল, সেখানে বৈঠক ডেকে বুথ সভাপতি এবং বুথ লেভেল এজেন্ট বা BLA, দুজনকেই বদলাতে হবে। সূত্রের খবর, এদিন দলীয় বৈঠকে নির্বাচন কমিশনকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, নির্বাচন কমিশন নির্লজ্জতার মাপকাঠি ছাড়িয়ে গেছে। বিহারে ৬৫ লক্ষ ভোটার বাতিল হয়েছে। কুকুর, ডাক্তারের নাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়েছে। এ রাজ্য়ে ক্ষমতায় না এসেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে NRC প্রয়োগের চেষ্টা করছে বিজেপি। নেতাদের উদ্দেশ্য়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বার্তা, প্রতিটি বুথে চৌকি বেঁধে মিটিং করুন। ছোট ছোট বৈঠক করে মানুষকে বোঝান। বিধায়করা ক্য়াম্প করুন। পুজোর আগে ৮০ হাজার বুথে ৩-৪ দিনের মধ্যে পথসভা করে মানুষকে বলুন, আপনাদের বাংলাদেশি বানিয়ে ভারত ছাড়া করার পরিকল্পনা করছে বিজেপি।
তাৎপর্যপূর্ণভাবে এদিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বৈঠকে হাজির ছিলেন না কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। যদিও, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তিনি আগেই জানিয়েছিলেন, কাজের জন্য় বৈঠকে থাকতে পারছেন না। মঙ্গলবার, পদাধিকারীদের উদ্দেশেও কড়া বার্তা দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, পারফরম্যান্সের ভিত্তিতেই পদোন্নতি হবে। কারও পা ধরে নয়। দল থাকলে আপনার নাম থাকবে সবাইকে একসঙ্গে চলতে হবে।






















