Durga Puja 2022: শিল্প উত্কর্ষের ছোঁয়া মণ্ডপে মণ্ডপে, স্বীকৃতি দিতে এবিপি আনন্দর 'বিশেষ সম্মান'
ABP Ananda Jury Award: ছেলেমেয়ে নিয়ে মা দুর্গা এসেছেন বাপের বাড়ি। বাঙালির প্রাণের উত্সবে, শিল্পের উত্কর্ষ তাক লাগিয়ে দেওয়ার মতো। তার মধ্যে নজরকাড়া বেশ কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান।
রুমা পাল, কলকাতা: বিষয় ভাবনার টক্কর। শিল্পের উত্কর্ষের ছোঁয়া মণ্ডপ থেকে মণ্ডপে (Durga Puja 2022)। সেই উত্কর্ষের স্বীকৃতি দিতেই এবিপি আনন্দর বিশেষ সম্মান (ABP Ananda Jury Award)।
এবিপি আনন্দের বিশেষ সম্মান
ছেলেমেয়ে নিয়ে মা দুর্গা এসেছেন বাপের বাড়ি। মণ্ডপে মণ্ডপে তারই আরাধনা। বাঙালির প্রাণের উত্সবে, শিল্পের উত্কর্ষ তাক লাগিয়ে দেওয়ার মতো। তার মধ্যে নজরকাড়া বেশ কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান।
বিশেষ সম্মান পেল সেবক সঙ্ঘের পুজো। রবীন্দ্র সরোবর এলাকার সেবক সঙ্ঘের পুজো বেশ পুরনো। এবার তারা পদার্পণ করেছে ৩৮ বছরে। জরি দিয়ে করা হয়েছে মণ্ডপের কারুকাজ। প্রতিমা এখানে সাবেকি ধাঁচে গড়া হয়।
বিশেষ সম্মান পেয়েছে লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের পুজো। তৃতীয় বছরে পড়ল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের দুর্গাপুজো। প্রতিমা নির্মাণে রয়েছে আধুনিকতার ছোঁয়া। এই পুজোর থিম 'শ্রদ্ধাঞ্জলী'। আলো আঁধারিতে মণ্ডপের পরিবেশ ও আবহ এমনভাবে তৈরি করা হয়েছে যে, এখানে এসে হারিয়ে যাওয়া প্রিয়জনদের কথা মনে পড়বে কারও কারও। মণ্ডপে দর্শকের প্রবেশের সময় চলবে ধারাভাষ্য।
আরও পড়ুন: Durga Puja 2022: মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ক্যাপসুলে সেজেছে দেবীর ম্যুরাল, অভিনব ভাবনা এএমআরআই হাসপাতালে
বিশেষ সম্মান পেল চকগড়িয়া ঢালুয়া সর্বজনীনের পুজো। নিউ গড়িয়া এলাকার চকগড়িয়া ঢালুয়া সর্বজনীনের পুজো ২৯ বছরে পড়ল। মণ্ডপের পরিবেশে আন্তরিকতার ছোঁয়া। কাপড়ের তৈরি মণ্ডপ। প্রতিমা এখানে সাবেকি।
দুর্গা আরাধনায় শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন। উত্কর্ষের সাধনায় তিনটি পুজো জিতে নিয়েছে বিশেষ সম্মান।
পুজোর আবহাওয়া
উত্তর-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা আজ। মহাষষ্ঠী অর্থাৎ ১ অক্টোবরে এই নিম্ন চাপ তৈরি হওয়ার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘণ্টায় ওই নিম্নচাপই আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। সপ্তমীর মধ্যে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
যার জেরে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে দশমী, পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। সপ্তমী, অষ্টমীতে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Anupam Murder Case: পুজো পেরোলেই শুরু হবে অনুপম খুনের মামলার শুনানি