Shahid Imam : 'আরামবাগের মহারাজ' শাহিদ ইমাম, একাধারে শিক্ষক অন্যদিকে এন্টারটেনার. চমকে দেওয়া প্রোফাইল তাঁর
Shahid Imam TET Scam : কোনটা যে নেশা....আর কোনটা যে পেশা, তা যেন বুঝে ওঠা দায়!...পেশায় স্কুল শিক্ষিক...আবার অভিনয় করেছেন সিনেমায়..
অর্ণব মুখোপাধ্যায়, মোহন দাস ও সুনীত হালদার, কলকাতা : তিনি স্কুলেও পড়ান, সিনেমাও করেন। তিনি শাহিদ ইমাম। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাঁকে গ্রেফতার করেছে সিবিআই। শাহিদ ইমাম। তাঁর নির্মীয়মান বাড়ি এবং স্কুলে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। ফেব্রুয়ারির শুরুতে শেষবার স্কুলে গিয়েছিলেন শাহিদ।
বহুরূপী শাহিদ
টাকার বিনিময়ে না কি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ধৃত এই শাহিদের ব্য়াকগ্রাউন্ড চমকে দেওয়ার মতো। একাধারে তিনি শিক্ষক। অন্যদিকে তিনি এন্টারটেনার। আবার স্কুল-নিয়োগের দুর্নীতিতেও আষ্টেপৃষ্টে জড়িয়ে তাঁর নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীনাথ বহুরূপীকে মনে আছে? বাঘরূপী ছিনাথ লাফিয়ে পড়তেই মেজদা পিলসুজ উল্টে অজ্ঞান হয়ে গিছিয়েছিলেন। ইনিও এককথায় বহুরূপী! তিনি স্কুলেও পড়ান! আবার টাকার বিনিময়ে না কি চাকরিও পাইয়ে দেন! সিনেমাও করেন।
এলাকায়, মহারাজ
শাহিদ ইমাম। বাড়ি হুগলির আরামবাগে! বাবা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। শিক্ষাব্রতী হিসাবেই এলাকাই পরিচিত, অথচ তাঁর ছেলেই এখন অর্থের বিনিময়ে শিক্ষকের পদ বিক্রিতে অভিযুক্ত! চলচ্চিত্র জগতে শাহিদের পরিচিত ছিল শুভম ইমাম নামে। আর এলাকায়, মহারাজ। সেই শাহিদই প্রাসাদোপম বাড়ি তৈরি করছিলেন আরামবাগের ঘোনাপাড়ায়। বাড়ির ভিতরে একটা পোড়া মোবাইল ফোনও পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষক হাসান ইমামের তিন ছেলে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর মেজ ছেলে শেখ আলি ইমাম এবং ছোট ছেলে শেখ শাহিদ ইমাম দুজনেই গ্রেফতার হয়েছেন। উদয়নারায়ণপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিদ ইমাম। আর আলি ইমামের নামের পাশে লেখা প্রাক্তন সৈনিক। ২০২১ সালে, আরামবাগ উৎসবে অংশ নিয়েছিল শাহিদ ইমাম।মুম্বই থেকে শিল্পীদের নিয়ে এসেছিলেন।
২০১৪ সালে, পর্ষদের নিয়োগপত্র নিয়ে হাওড়ার স্কুলে যোগ দেন শাহিদ। প্রথম দিকে নিয়মিত স্কুলে আসলেও, পরে ঠিকমতো স্কুলে আসতেন না। শেষবার ফেব্রুয়ারির শুরুতে স্কুলে এসেছিলেন শাহিদ। ২০২১ সালে, আরামবাগ উৎসবে অংশ নিয়েছিল শাহিদ ইমাম। বসন্তপুরে শাহিদের দাদার বাড়ি এদিনও বন্ধ ছিল। পরিবারের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন করা হলে ফোন ধরেননি হাসান ইমাম।