Parno Mitra : কোন খারাপ অভিজ্ঞতা থেকে ফুল বদল ? বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে যা জানালেন পার্নো মিত্র...
TMC News: ২০১৯-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো। এরপর ২০২১-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন তিনি।

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, কলকাতা : ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। এদিন তৃণমূলভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদারের হাত থেকে পতাকা গ্রহণ করেন তিনি। তৃণমূলে যোগদানের পর কেন দল বদল তা জানালেন পার্নো। এবিপি আনন্দর প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে তিনি কী জানালেন দেখুন...
এবিপি আনন্দ: দল বদল কেন ?
পার্নো মিত্র : ২০১৯-এ বিজেপিতে যোগ দিয়েছিলাম। ২০২১-এ নির্বাচনেও দাঁড়িয়েছিলাম। তারপর সময় যত এগিয়েছে মনে হয়েছে যে, মানুষের জন্য কাজ করব বলেই রাজনীতিতে এসেছিলাম। মনে হয় না, সেই সুযোগটা আমি পেয়েছি। আজ দাঁড়িয়ে আমার এটা মনে হচ্ছে যে, দিদিকে মানুষ এত ভালবাসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য এত কাজ করছেন...মেয়েদের জন্য বিশেষ করে এত কাজ করছেন। মহিলাদের ক্ষমতায়নের জন্য ওঁর এত কর্মসূচি আছে। সেটার জন্য আমার মনে হয়েছে যে, ওঁর সঙ্গে হাত মিলিয়ে ওঁর পাশে দাঁড়িয়ে যদি কাজ করতে পারি, সেটাই আমি চাইব।
এবিপি আনন্দ: ২০১৯-এ এই ভাবনাটা হল না কেন ? মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তো মুখ্যমন্ত্রী...যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে কাজ করার সুযোগ ছিল ?
পার্নো মিত্র : তখন...সবকিছু তো সময় মতো হয় না। আমার সময় এখন যোগ দেওয়ার ছিল। তাই, এখন হয়েছি।
এবিপি আনন্দ: ইচ্ছা তো আপনার ?
পার্নো মিত্র : হ্যাঁ, ইচ্ছা আমার। কিন্তু ওই,এভরিথিং হ্যাজ ইটস টাইম।
এবিপি আনন্দ: বিজেপিতে গেলেন। প্রার্থী হলেন। অভিজ্ঞতা খারাপ বলেই তো তৃণমূলে এলেন। অভিজ্ঞতাটা কী খারাপ যে তৃণমূলে আসতে হল ?
পার্নো মিত্র : অভিজ্ঞতা খারাপ, ভাল নয়। জাস্ট, কোনও অভিজ্ঞতাই হয়নি। সাধারণ। কোথাও গিয়ে মেন্টাল ম্যাচ হচ্ছিল না। West Bengal Politics
২০১৯-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো। দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায়দের উপস্থিতিতে অন্যদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো। এরপর ২০২১-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। ২০২১ বিধানসভা নির্বাচনে হারের পর সক্রিয় রাজনীতিতে ছিলেন না। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ফুল বদল । Parno Mitra Joins TMC





















