Adhir Ranjan Chowdhury: অধীরকে তৃণমূলে আসার প্রস্তাব !
Adhir Chowdhury May Join TMC: অধীরকেই তৃণমূলে আসার প্রস্তাব, কী প্রতিক্রিয়া কুণালের ?
কলকাতা: লোকসভা ভোটের আগে যাকে নিয়ে রাজ্য-কেন্দ্রে, বিরোধী জোটে ভিন্ন রূপে ধরা দিয়েছে বাংলার শাসকদল। মোদির ভাষায় যাকে বলে দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। এবার সেই অধীরকেই (Adhir Ranjan Chowdhury) তৃণমূলে আসার প্রস্তাব বিধায়কের ! এদিকে ভিন্ন সুর তৃণমূলের কুণাল ঘোষের। অধীর-বিজেপি আঁতাঁতের অভিযোগে ফের সরব কুণাল। বললেন, 'বিজেপি-আসার জন্য সুযোগ খুঁজছেন অধীর' !
এবার ইউসুফের ঝড়ে ধরাশায়ী হয়েছেন এবার অধীর চৌধুরী। বদলেছে পরিস্থিতি। এমন কি হারের পর কী করবেন ? সাংবাদিকের এই প্রশ্নে বলেছিলেন , বরাবর রাজনীতি ছাড়া কিছুই শেখেননি তিনি। অধীরের কথায় 'হঠাৎ করে করবই বা কী' ? এতো গেল একটা দিক। অপরদিকে একসময় তাঁকেই বলতে শোনা গিয়েছিল, 'এখানে কংগ্রেস করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে' ! একাধিকবার এই ইস্যু সরাসরি মুখে না বললেও কটাক্ষ করতে শোনা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীকেও।মোদি বারংবার বলেছেন, 'দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি।' কিন্তু কেন এই 'কুস্তি' ?
মূলত অধীর ও মমতার তিক্ততা প্রায় তিন দশকের। ১৯৯৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছিলেন যে, বিধানসভায় যেনও অধীরকে প্রার্থী করা না হয়। তৎকালীন কংগ্রেস নেত্রী মমতার সেই প্রতিবাদ, আজও দুজনের মাঝের বরফ গলায়নি। মাঝে বরং একাধিক ইস্যু সংযোজন হয়েছে। কিন্তু লোকসভা ভোটের পর, ছাব্বিশের আগে তবে কি অধীরকে তৃণমূলে আসার প্রস্তাব দিয়ে নয়া সমীকরণ হতে চলেছে ? তা সময়ই বলবে।
চব্বিশের লোকসভা নির্বাচনের বছরে, জাতীয় স্তরে গড়ে ওঠে বিরোধী জোট I.N.D.I.A যেখানে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস। সামিল বামেরাও। একাধিক বৈঠকে প্রায় সবদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু সমস্যা বাংলায়। বাংলায় আসন সমঝোতার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সঙ্গে বিরোধ তৈরি হয় তৃণমূল কংগ্রেসের। বিধানসভায় শূন্যে পৌঁছে যাওয়া সত্ত্বেও, বাংলায় কংগ্রেস অন্যায়ভাবে অধিক আসনের দাবি জানিয়েছেন, বলে অভিযোগ ছিল তাঁদের।
আরও পড়ুন, ভোর থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা ? গভীর নিম্নচাপের সতর্কতার তালিকায় আপনার জেলা নেই তো?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।