Alipurduar News: ঘাপটি মেরে ছিল পাটখেতে, আলিপুরদুয়ারে চিতার হামলায় জখম কৃষক; হাতির হানায় মৃত্যু যুবকের !
Leopard Attack: জমির দিকে একটু এগোতেই 'চক্ষু চড়কগাছ' হয়ে ওঠে তাঁর। তিনি দেখেন, পাট খেতের ভেতর শুয়ে আছে একটি চিতা বাঘ।
![Alipurduar News: ঘাপটি মেরে ছিল পাটখেতে, আলিপুরদুয়ারে চিতার হামলায় জখম কৃষক; হাতির হানায় মৃত্যু যুবকের ! alipurduar farmer injured after leopard attack and young man died of elephant attack Alipurduar News: ঘাপটি মেরে ছিল পাটখেতে, আলিপুরদুয়ারে চিতার হামলায় জখম কৃষক; হাতির হানায় মৃত্যু যুবকের !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/4af8d7d9c38d8c5e1a081a5c8c20c5f01718122999197170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিন্দম সেন, ফালাকাটা (আলিপুরদুয়ার) : নিজের পাট খেতে কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে জখম হলেন এক কৃষক। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। জখম কৃষকের নাম সুবল রায়।
এদিন মাঠে কাজ করতে গিয়ে সুবল বাবু দেখেন, তাঁর পাট খেত তছনছ হয়ে গিয়েছে। খেতের অবস্থা দেখে তিনি মনে করেছিলেন, কোনও গবাদি পশু ঢুকে নষ্ট করেছে পাট খেত। সেই ভেবে সেটিকে তাড়াতে ঢুকে পড়েন পাট খেতের ভেতরে । কিন্তু, জমির দিকে একটু এগোতেই 'চক্ষু চড়কগাছ' হয়ে ওঠে তাঁর। তিনি দেখেন, পাট খেতের ভেতর শুয়ে আছে একটি চিতা বাঘ। বাঘ দেখে তড়িঘড়ি করে পিছন ফিরে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু, ততক্ষণে 'বাঘ বাবাজি' লাফ দিয়ে তাঁর পিঠে থাবা বসিয়ে দেয়। আতঙ্কিত সুবল বাবুর চিৎকার শুনে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। সেই সময় পালিয়ে যায় বাঘটি।
আহত কৃষককে তড়িঘড়ি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তাঁর সারা শরীরে চিতার আঁচড়ে ক্ষত-বিক্ষত। খবর যায় বন দফতরে। ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশও। ঘটনাস্থলে বনকর্মীরা রয়েছেন। তাঁরা ওই বাঘের খোঁজে তল্লাশি শুরু করছেন।
অপরদিকে, আলিপুরদুয়ারেই হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। নাম কিংশুক কার্জি (৩৩)। পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর-শিমলাবাড়ি গ্রামের ঘটনা। জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত চিলাপাতা রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি দাঁতাল হাতি সোমবার গভীর রাত থেকেই সিমলাবাড়ির বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ হাতিটি প্রতিবেশীর ধান নষ্ট করতে থাকায় নিজের ভাই ও প্রতিবেশী যুবকদের নিয়ে হাতি তাড়াতে যান কিংশুক। কিন্তু, পালটা হাতির আক্রমণের মুখে পড়ে যান কিংশুক। তাঁকে শুঁড়ে পেচিয়ে সুপাড়ি বাগানে নিয়ে আছাড় মারে। এরপর জখম কিংশুককে উদ্ধার করে প্রথমে পাচকেলগুড়ি প্রাথমিক হাসপাতাল ও পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হল চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতিতে বারবার লোকালয়ে হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী চাইছেন সুরাহা।
এদিকে বন দফতর সূত্রে খবর, আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেতে পারে।
এদিকে হাতির হামলায় মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এই ব্যাপারে বন দফতরের সঙ্গে কথা বলে আরও নজরদারি এবং রাত পাহারা বাড়ানোর আবেদন রাখবেন বলে জানান তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)