West Bengal Hospital News: হাসপাতালে রেফার দুর্ভোগ থেকে রেহাই? রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু কেন্দ্রীয় ডিজিটাল রেফারাল ব্যবস্থা
Hospital Referral System: এর ফলে বেড না পেয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়ানোর দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা।
সন্দীপ সরকার, কলকাতা: ১০ দফা দাবি নিয়ে আন্দোলন, প্রতিবাদ, অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেই ১০ দফা দাবির মধ্যে একটি দাবি ছিল অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকাল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করতে হবে। এই দাবির কথা সোমবারও স্বাস্থ্য ভবনে বৈঠকে জানান হয়েছিল। এরপর মঙ্গলবার রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হল কেন্দ্রীয় ডিজিটাল রেফারাল ব্যবস্থা।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় চালু হল এই ব্যবস্থা। এর জন্য খোলা হল আলাদা পোর্টাল। রোগীকে রেফার করার সময় পোর্টালের মাধ্যমে দেখা যাবে বিভিন্ন হাসপাতালে শয্যার অবস্থান। কোথায় কটি শয্যা খালি আছে দেখা যাবে প্রত্যন্ত গ্রামের হাসপাতাল থেকেও এরপর যেখানে শয্যা খালি আছে সেখানে পাঠানো হবে মেসেজ। মেসেজ পেলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে রোগীকে ভর্তি করা সম্ভব কিনা। ইতিবাচক মেসেজ পেলেই গ্রামের হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হবে রোগীকে।
এর ফলে বেড না পেয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়ানোর দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা। জুনিয়ার ডাক্তারদের ঘাড়েই আবার বাড়তি দায়িত্ব চাপানো হচ্ছে, অভিযোগ আন্দোলনকারীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে