Amit Shah BJP Rally: শালপাতায় গরম ভাত, শাহর সভা ঘিরে BJP-র কর্মীদের খাওয়ার ব্যবস্থা হাওড়ায়
Amit Sha Kolkata Rally: আজ ধর্মতলায় অমিত শাহ। বিজেপির মহাসভা ঘিরে ইতিমধ্যেই দলের কর্মী-নেতারা জড়ো হয়েছেন। আর তাঁদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কলকাতা: আজ বিজেপির মেগা ইভেন্ট (Amit Shah BJP Rally)। অমিত শাহের সভা ঘিরে কর্মব্যস্ততা মহানগরে। আর বিজেপির মহাসভা ঘিরে ইতিমধ্যেই দলের কর্মী-নেতারা জড়ো হয়েছেন। আর তাঁদের জন্য হাওড়া স্টেশনের বাইরে বিজেপির কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
খাবার টেবিল রেডি করা হয়েছে। প্রচুর পরিমাণে শালপাতা জোগাড় করা হয়েছে। সবজি রান্নার জন্য আলু, পটল কাটা শুরু। ডেচকিতে করে ধোয়া হচ্ছে সেই তরি তরকারি। ডাল রান্না করে ছড়িয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কাও। নীল রঙের বড় ড্রামগুলিতে করা হচ্ছে স্টক। সব মিলিয়ে মহাযজ্ঞ। বড় সভার সঙ্গে কর্মীদের পেটপুজোতেও খেয়াল রাখছে গেরুয়া শিবিরের শীর্ষ নের্তৃত্ব। কলকাতায় আজ 'দুর্নীতি' বনাম 'বঞ্চনা'র লড়াই। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় অমিত শাহ। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আজ বিজেপির মেগা ইভেন্টে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ (Amit Shah) সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। জেলা থেকে ট্রেন-বাসে কলকাতায় আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা।
মূলত, অনুমতি বিতর্কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করছে বিজেপি। বুধবার সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিজেপির সেই মেগা সভার মঞ্চ তৈরির খুঁটি পুজো হল রবিবার। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! বিজেপি সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে যাবে রেস কোর্স গ্রাউন্ডে। দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত মঞ্চে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
তৃণমূল কংগ্রেস বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওইখানে সভা করছে কারণ হোয়াট তৃণমূল কংগ্রেস থিংস টুডে অল আদার পার্টি থিংস টুমোরো। ওখানে সভা করলেই নাকি সংগঠন হবে। আরে একুশে জুলাই আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। আমরা মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মরে যেতেন। কটা লড়াই লড়েছে কত রক্ত দিয়েছে? আবাস যোজনায়-সহ বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত আন্দোলন টেনে নিয়ে গিয়েছিল তৃণমূল।
আরও পড়ুন, চেন্নাইয়ে পেট্রোলের দর ফের বাড়ল, হেরফের হল কি কলকাতায় ?
কলকাতায় রাজভবনের সামনেও চলেছিল ধর্না-অবস্থান। এবার পাল্টা, রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে বাক্স। সভাস্থলে এরকম দশটি বাক্স রাখার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেছেন, ১০ টি অভিযোগ বাক্স যেখানে বঞ্চিতরা এসে আবাসের বাড়ি পাননি কিংবা covid এর ভ্যাকসিন পাননি আবার সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তৃণমূল জমানায় সেই সংক্রান্ত অভিযোগ জমা দেবেন। তবে শুধুই বিজেপির কর্মী সমর্থকরা নন, সিপিএম করার জন্য বঞ্চিতরা, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী করার জন্য বঞ্চিতরাও বিজেপি
আয়োজিত এই সভায় এসে অভিযোগ জানাতে পারবেন।