Anubrata Mandal Summoned by CBI : জোড়া চাপে অনুব্রত মণ্ডল, গরুপাচারকাণ্ডের পর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তলব সিবিআইয়ের
CBI Summoned Anubrata Mandal : কাল সকাল ১১টায় অনুব্রতকে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে।
হিন্দোল দে, প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পাল, কলকাতা : একদিকে গরুপাচারকাণ্ড (Cow Smuglling case), অপরদিকে ভোট পরবর্তী সন্ত্রাস মামলা (Post Poll Violence Case)। জোড়া চাপে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূমের তৃণমূল সভাপতিকে জোড়া নোটিস সিবিআইয়ের (CBI)। জানা গিয়েছে, কাল সকাল ১১টায় অনুব্রতকে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে।
অনুব্রতকে সিবিআইয়ের জোড়া নোটিস
শনিবার দুপুর দেড়টা নাগাদ অনুব্রত মণ্ডলকে গরুপাচারকাণ্ডে হাজির হতে নোটিস পাঠানো হয়েছিল। এদিনই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলে ষষ্টবার নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও নির্ধারিত সময়ের পরেও হাজির হননি অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবীও সিবিআই আধিকারিকদের সামনে হাজির হননি। মাঝে তিনি অনুব্রত মণ্ডলের চিনার পার্কের ফ্ল্যাট থেকে কিছুক্ষণের জন্য বেরিয়েও ফের ফিরে আসেন। অনুব্রত হাজিরা দেবেন কি না, সে নিয়ে কোনও প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। এদিকে নির্ধারিত দিনে ফের একবার হাজির না হওয়ায় সিবিআই তাদের পরবর্তী পদক্ষেপ সাজাচ্ছে।
অনুব্রত-র ফ্ল্যাটে গিয়ে নোটিস
অনুব্রত মণ্ডলের আইনজীবী যখন তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরোন সেই সময়ই সেখানে হাজির হন সিবিআইয়ের দুই আধিকারিক। বাইকে চেপে গিয়ে কিছুক্ষণের মধ্যে তারা বেরিয়ে যান। বেরোনোর সময় কার্যত সংবাদমাধ্যম এড়িয়ে তারা জানিয়ে যান 'অফিসিয়াল কাগজ দিতে এসেছিলাম'। বিসস্তারিতভাবে তারা কিছু না জানালেও পরে সিবিআই সূত্রে জানা যায় গরুপাচারকাণ্ডে ষষ্ঠবার নির্ধারিত সময়ে হাজিরা এড়ানো অনুব্রতকে দেওয়া হয়েছে ভোট পরবর্তী মামলায় হাজিরার নোটিস।
এসএসকেএমে অনুব্রত
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগের দিন বোলপুর থেকে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। সুগার, প্রেশার, সিওপিডি, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা ছিল তাঁর। শুক্রবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। আর তারপরের দিনই জোড়া নোটিসে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ওপর জোড়া চাপ তৈরি করল সিবিআই।
আরও পড়ুন-কাটল না ২৪ ঘণ্টাও, এসএসকেএম থেকে ছাড়া পেতেই অনুব্রতকে সিবিআই তলব