Anubrata Mondal Update: ফ্ল্যাটে ঝুলছে তালা, নেই হাসপাতালেও; কোথায় কেষ্টর চিকিৎসক?
Anubrata Mondal News: শান্তিনিকেতনের বেসরকারি মেডিক্যাল কলেজেরও RMO। যে বেসরকারি মেডিক্য়াল কলেজের চেয়ারম্য়ান অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট।

পার্থপ্রতিম ঘোষ, রামপুরহাট: অনুব্রত মণ্ডলকে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়ার পর 'খোঁজ' মিলছে না চিকিৎসকের। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ফ্ল্যাট কোথাও তাঁর দেখা মেলেনি। এমনকী ফোনেও পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন তৃণমূল নেতার চিকিৎসক?
অনুব্রতকে ৫ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী। মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। কিন্তু যে চিকিৎসক এই সার্টিফিকেট দিলেন, তিনি কোথায়? হাসপাতাল থেকে ফ্ল্যাট, কোথাও দেখা মিলল না চিকিৎসক হিটলার চৌধুরীর। চিকিৎসকের রামপুরহাটের ফ্লাটেও ঝুলছে তালা। ফোন করলেও ধরছেন না। প্রতিবেশীদের দাবি, গতকাল সন্ধের পর থেকে দেখা যায়নি। চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার। চকমণ্ডলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। শান্তিনিকেতনের বেসরকারি মেডিক্যাল কলেজেরও RMO তিনি। যে বেসরকারি মেডিক্য়াল কলেজের চেয়ারম্য়ান অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট।
IC-কে কদর্য কথার অভিযোগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে। পুলিশের তলব এড়িয়ে শনিবার পার্টি অফিসে হাজির ছিলেন অনুব্রত। সূত্রের খবর, অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান কেষ্ট। দুটি জামিন অযোগ্য ধারা-সহ মোট ৪টি ধারায় মামলা। খবর সূত্রের, শনিবার পর রবিবারও ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। সকাল ১১টায় বোলপুরের এসডিপিও অফিসে তলব করা হয় কেষ্টকে। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও পুলিশের দ্বিতীয় সমনে হাজিরা দেননি অনুব্রত। এরই মধ্যে SDPO অফিসে হাজির হন কেষ্ট ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা ও আইনজীবী। মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে হাজির হন অনুব্রত মণ্ডলের আইনজীবী। সেই মেডিক্যাল সার্টিফিকেটেই উল্লেখ ছিল ৫ দিনের বেড রেস্ট নিতে হবে অনুব্রত মণ্ডলকে। ওই সার্টিফিকেট দিয়েই হাজিরা এড়ান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।
পুলিশ আধিকারিককে গালিগালাজ-হুমকি। অনুব্রত মণ্ডলের এহেন আচরণে নিন্দার ঝড় সর্বত্র। দুটো চিঠি লিখে দায়সারাভাবে ক্ষমা চেয়েছেন কেষ্ট। পরপর দুদিন পুলিশের তলবে হাজিরাও দেননি তৃণমূল নেতা। এই ঘটনায় কার্যত দায়সারা ভাবে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। আর এতেই একের পর এক প্রশ্ন তুলছেন বিরোধীরা। এতবড় ঘটনায় এই কয়েক লাইনের ক্ষমাপ্রার্থনা কি যথেষ্ট? দলের তরফে কেন কোনও কড়া ব্যবস্থা নেওয়া হল না? যদিও অনুব্রত কদর্য আক্রমণের কথা মেনে নিলেও AI-এর তত্ত্ব খাঁড়া করেছেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শিক্ষা বন্ধু সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা গগন সরকারের দাবি, "অনুব্রত অসুস্থ, বাড়িতে শুয়ে আছেন। কোনও কল করেননি অনুব্রত। AI-এর মাধ্যমে করা হয়েছে।''






















