Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্ক্যানারে তাপসের স্বেচ্ছাসেবী সংস্থাও
ইডি সূত্রে দাবি, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার সময় উঠে আসে তাপস মণ্ডলের নাম।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাশাপাশি, স্ক্যানারে রয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের চারটি স্বেচ্ছাসেবী সংস্থাও। ইডি সূত্রে দাবি, এই চারটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন তাপস। ইডি সূত্রে দাবি, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার সময় উঠে আসে তাপস মণ্ডলের নাম।
দেখা যায়, তাপসের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে তাপসের আত্মীয়দের অ্যাকাউন্টে। এমনই ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন ইডি-র নজরে। এর পাশাপাশি, তদন্তকারীদের হাতে এসেছে ৮টি মোবাইল ফোন। তাপসের বাড়ি ও একাধিক অফিসে তল্লাশি চালিয়ে এগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে অনুমান ইডি-র তদন্তকারীদের।
সুপ্রিম কোর্টে আজ মানিক ভট্টাচার্যর আবেদনের শুনানি। ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক। আদালতে মানিকের আইনজীবী মুকুল রোহতগির দাবি, গত তিনমাস ধরে সিবিআই, ইডি-র সঙ্গে সহযোগিতা করছেন তাঁর মক্কেল। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। আদালতে দাবি মানিকের আইনজীবীর।
তাপসের সুপারিশে মৌসুমীর চাকরি: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mondal) তলব করে ইডি (ED)। ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি আনতে বলা হয়েছে। শনিবার মহিষবাথানে (Mahishbathan) মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির নামে অফিস ভাড়া নিয়ে টিচার্স ট্রেনিং সেন্টার (Teachers Training Center) চালাতেন বারাসতের (Barasat) বাসিন্দা তাপস মণ্ডল। যিনি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেখানে হানা দেয় ইডি। এই প্রেক্ষাপটে এবার বিস্ফোরক দাবি করলেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের।
মৌসুমী কয়ালের বয়ান: জানান যে তিনি ওই মহিষবাথানের ওই অফিসেই চাকরি করতেন। তিনি আরও বলেন, ‘একজনের সূত্রে আলাপ হয়েছিল তাপস মণ্ডলের সঙ্গে। মহিষবাথানের অফিসে চাকরি করতাম, তাপস মণ্ডলের সুপারিশেই চাকরি। মহিষবাথানের অফিসে ১৫ থেকে ১৬ জন কাজ করতাম। ৫ থেকে ৬ মাস মাইনে না পাওয়ায় চাকরি ছেড়ে দিয়েছিলাম’।
তাপস মণ্ডলকে তলব: নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় মানিক ভট্টাচার্যর (manik bhattacharya) ঘনিষ্ঠ (close aide) তাপস মণ্ডলকে (tapas mandal) তলব (summon) করল ইডি (ED)। তাঁকে আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার নির্দেশ দেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে বলা হয়। গত কাল তাপসের ছেলে জানিয়েছিলেন, বাবা বাইরে রয়েছেন। তবে ইডি ডাকলে হাজির হবেন। সূত্রের খবর, তাপসের বারাসাতের বাড়িতে প্রায় সাড়ে ৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল উদ্ধার হয়। তদন্তকারীদের ধারণা, মোবাইলে গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে। পাশাপাশি, পরীক্ষার জন্য CFSL ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে হার্ড ডিস্ক।