Jalpaiguri News: সব চালাকিই গেল জলে, সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ করতেই যা হল এবার বাংলাদেশির !
Bangladeshi Arrested in Jalpaiguri : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার পথে ধৃত বাংলাদেশি

নিউ জলপাইগুড়ি: এবার নিউ জলপাইগুড়িতে গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্য়ের অভিযোগে ধৃত আরও ১ দালাল। বাংলাদেশের ঠাকুরগঞ্জে ভারতে অনুপ্রবেশ আতাউর রহমানের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার পথে ধৃত বাংলাদেশি।
অনুপ্রবেশের জন্য় কে দায়ী? মোদি সরকার? না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার? তা নিয়ে তৃণমূল-বিজেপির দায় ঠেলাঠেলি চলছেই। সম্প্রতি এনিয়ে ফের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কোর্টে বল ঠেলেছিলেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফর অনেক ভিতরকার কাজ। এতে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে।' তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনও জঙ্গি ধরা পড়ত না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করার জন্য।'
আর এবার অনুপ্রবেশের জন্য় কে দায়ী মোদি সরকার, না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার, তা নিয়ে বিজেপি-তৃণমূলের লড়াইয়ের মধ্য়েই নতুন তত্ত্ব শোনা গেল কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়।তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন,'চার্জে কে? নর্থ-ইস্টের মন্ত্রী কে? সুকান্ত। সুকান্ত মজুমদার। তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে। মেঘালয়ের থেকে দিয়ে দিয়ে বর্ডারের থেকে দিয়ে BSF-কে দিয়ে ছাড়িয়ে উনি করাচ্ছেন এগুলো।সমস্ত জঙ্গিদের। জঙ্গি আনছে ওরা।জিতলই তো অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য। ও জিতলই তো তাই।'
পাল্টা উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, 'পাগলে কী না বলে ছাগলে কী না খায়... অনুপ্রবেশ করিয়েছি এবং সেই ভোটে নাকি জিতেছি। ভোটে জিতেছি আগে তারপরে আমি মন্ত্রী হয়েছি। তো ক্রোনোলজি সম্পর্কেও আইডিয়া নেই।' বাংলাদেশের সঙ্গে যে কতগুলো রাজ্য়ের সীমান্ত রয়েছে তারমধ্য়ে মেঘালয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার। অসম ও ত্রিপুরায় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার। এই অবস্থায় অনুপ্রবেশ প্রসঙ্গে একযোগে তৃণমূল ও বিজেপিকে দায়ী করছে সিপিএম।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















