Bankura Medical: রোগ নির্ণয় আরও সহজে, বাঁকুড়া মেডিক্যালে বসছে প্রায় ২ কোটির অত্যাধুনিক যন্ত্র!
বাঁকুড়া মেডিক্যালে এবার আরও উন্নত পরিষেবা, প্রায় ২ কোটির অত্যাধুনিক যন্ত্র বসছে হাসপাতালে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কেন্দ্র সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশনের হাত ধরে এবার প্রায় ২ কোটি টাকা অর্থমূল্যের চিকিৎসার ১০ টি উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জাম পেতে চলেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। সব ঠিকঠাক চললে আগামী মাসেই ওই যন্ত্রপাতি পৌঁছে যাবে মেডিক্যাল কলেজে।
আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সঙ্গে এ ব্যাপারে মৌস্বাক্ষর করল কেন্দ্রের পাওয়ার গ্রিড কর্পোরেশন। মেডিক্যাল কলেজের দাবী যন্ত্রগুলি এসে পৌঁছালে শুধুমাত্র রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে তাই নয়, চিকিৎসক পড়ুয়াদেরও বিশেষ সুবিধা হবে।
রাজ্যের সেরা হাসপাতালগুলির তালিকায় বেশ উপরের দিকেই নাম রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের। কিন্তু সেখানেও পরিকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। বহু ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে একদিকে যেমন চিকিৎসা পরিসেবা ব্যাহত হয় তেমনই মেডিক্যাল কলেজে পাঠরত পড়ুয়াদেরও পরিচিতি ঘটে না উন্নত যন্ত্রপাতির সঙ্গে। বিভিন্ন সময়ে স্বাস্থ্য ভবনে উন্নত যন্ত্রপাতির আবেদন জানিয়েও নানা কারনে তা সময়মতো পাওয়া যায় না।
এই পরিস্থিতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পাশে দাঁড়ালো কেন্দ্রের পাওয়ার গ্রিড কর্পোরেশন। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী এবার নিজেদের কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি প্রকল্পে ১০টি উন্নত মানের যন্ত্র সরবরাহ করতে চলেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন।
আজ ওই কেন্দ্রীয় সংস্থার সঙ্গে এ ব্যাপারে মৌ স্বাক্ষর করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবী মোট ১ কোটি ৮৮ লক্ষ ৫৮ হাজার ৪৬৬ টাকা অর্থ মূল্যের ওই ১০ টি যন্ত্র ও সরঞ্জাম বসানো হবে হাসপাতালের চক্ষু, মানসিক, নাক কান গলা, স্ত্রী রোগ ও শারীরবিদ্যা এই ৫টি বিভাগে। এরফলে একদিকে চিকিৎসা পরিষেবার যেমন উন্নতি হবে তেমনই চিকিৎসক পড়ুয়ারাও উন্নত যন্ত্রপাতির ব্যবহার শিখতে পারবে। আগামীদিনে এভাবেই প্রান্তিক জেলাগুলির হাসপাতালগুলির পাশে থাকার আস্বাস দিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন।
এ প্রসঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার অর্পণ গোস্বামী বলেন, 'আধুনিক চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই এখন গ্যাজেট নির্ভর। তাই এর ফলে এখন আরও ভাল উন্নত মানের চিকিৎসা রোগীদের দিতে পারব। সরকারও এটাই চায়। আমাদের অনেকদিনের স্বপ্ন ছিল এই ধরনের যন্ত্রপাতি যাতে আমাদের এখানে থাকে। এগুলিকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও এখন আমাদের।'
অন্যদিকে, পাওয়ার গ্রিড কর্পোরেশনের জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমারের কথায়, 'আমরাও খুশি যে সাধারণ মানুষের জন্য এই কাজটা করতে পারব। এই হাসপাতালে যে এই সিস্টেমে কাজ করা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। রোগীরা অনেকটাই উপকৃত হবে এবার। রোগ নির্ণয় অনেকটাই সহজতর হয়ে যাবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















