Suvendu Adhikari: বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা, শুভেন্দুর ওপর হামলার অভিযোগে আগুন জ্বালিয়ে বিক্ষোভ BJP বিধায়কদের
Suvendu Attacked BJP Protest At WB Assembly: শুভেন্দুর ওপর হামলার অভিযোগে বিধানসভা থেকে ওয়াকআউট BJP বিধায়কদের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগে বিজেপি বিধায়কদের প্রতিবাদ-বিক্ষোভ বিধানসভায় তুলকালাম বাধল। বিধানসভার ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা। বিধানসভার বাইরে কাগজ ছিঁড়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান ওঠে।
একদিকে রামনমবমী ঘিরে যখন চড়ছে রাজনীতির পারদ, তখন বারুইপুরে বিজেপি ও তৃণমূলের টক্কর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভাও। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কালো পতাকা। বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ। বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো! ইট! পাথর ছোড়ার অভিযোগ করা হয়।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমাদের ট্র্য়াপে ফেলা হয়েছে। ১টা থেকে ৩টে কোনও কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন। তোলাবাজ অভিষেক, চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে এটা করেছেন। আমাদের ট্র্য়াপে ফেলেছেন। উদ্দেশ্য় মেরে ফেলা। ২৬-এর আগে পথের কাঁটা সরিয়ে দাও। '
বুধবার বিজেপির কর্মসূচি ঘিরে বারুইপুরে এই তুলকালামকাণ্ডের রেশে বৃহস্পতিবার এসে পড়ল বিধানসভাতেও।বাজেট অধিবেশনের শেষ দিনে বারুইপুর নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা। ভিতরে-বাইরে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি।অধিবেশনের শুরু থেকেই বিধানসভার ভিতরে শুরু হয়ে যায় গন্ডগোল। চেয়ার ছেড়ে উঠে এসে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।
শুধু তাই নয়, কালো কাপড় নিয়ে স্পিকারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অধিবেশন কক্ষের ভিতরেই কার্যবিবরণী সংক্রান্ত কাগজ ছিড়ে ছুড়তে থাকেন বিজেপির বিধায়করা। এভাবেই প্রায় আধ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, এরই মধ্যে..'অধ্যক্ষ চেয়ার ছাড়ো' স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের হই-হট্টগোলে যখন তপ্ত বিধানসভা, তারই মধ্যে 'অ্যাপ্রোপ্রিয়েশন বিল' পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বিজেপি বিধায়কদের বিক্ষোভের মাঝেই সেই বিলের ওপর চলে আলোচনাও। কিন্তু সেসব পরোয়া না করে, তখনও বারুইপুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। এমনকী এই নিয়ে আলোচনাও দাবি করা হয় বিরোধীদের তরফে। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এটা বিধানসভার বিষয় না। বিধানসভার বাইরের বিষয়। বিধানসভায় এই আলোচনা হতে পারে না। এরই মধ্যে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার স্পিকারের উদ্দেশে বলেন,আপনার চেয়ারের গরিমা আছে। বিধানসভায় এই আলোচনা হতে পারে না। বিধানসভা অধ্য়ক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন . এদের শেখালেও শিখবে না। কী করব? আমায় বিখ্যাত বানিয়ে দিয়েছে। এটা কি আমার দীর্ঘায়ু কামনা করল, না অন্যরকম চিন্তাভাবনা আমি এটা বুঝতে পারছি না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
