Haimanti Ganguly: নিজের ফ্ল্যাটে CBI অভিযানের পর কী দাবি হৈমন্তীর ?
Haimanti on CBI: বাংলার নববর্ষেই হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাটের পর হাওড়ার বাকসাড়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। মুখ খুললেন হৈমন্তী।
কলকাতা: বাংলার নববর্ষেই (Nababarsha) হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাটের পর হাওড়ার বাকসাড়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। মূলত নিয়োগ-দুর্নীতি মামলার সূত্র ধরেই এদিন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর বাড়িতে অভিযান চালায় সিবিআই। এর আগে হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাট সিল করে দেয় সিবিআই। গোটার পর, 'কিছু না জানিয়েই হরিদেবপুরের ফ্ল্যাটে যায় সিবিআই', দাবি জানিয়েছেন হৈমন্তী।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসার মত করে একে একে বিভিন্ন নাম উঠে এসেছে। এবিপি-র একান্ত সাক্ষাৎকারে যাবতীয় বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছিলেন হৈমন্তী। কুন্তল প্রসঙ্গে সেবার হৈমন্তী বলেছিলেন, আমি এই কুন্তল ঘোষকে ব্যক্তিগতভাবে চিনি না। আমার এই নিয়ে কোনও আগ্রহ নেই। আমি ষড়যন্ত্রের শিকার। আমার মনে হয় কোনও কিছু আড়াল করার জন্যই আমার নাম আনা হচ্ছে। কোনও তথ্য প্রমাণ নেই। কৌশলগতভাবে কেন করা হচ্ছে। কী অভিসন্ধি রয়েছে, তা আমার জানা সম্ভব নয়। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধু কুন্তল ঘোষ বলেছে বলেই আমাকে এভাবে অভিযুক্ত করা হচ্ছে।' বলে দাবি করেছিলেন তিনি।
সেদিনের সাক্ষাৎকারে হৈমন্তীর উত্তরের সঙ্গেই উঠে এসেছিল আরও একাধিক প্রশ্ন। আসল অপরাধের সামনে কি একটা আড়াল তৈরির চেষ্টা করা হচ্ছে ? প্রশ্নের উত্তরে হৈমন্তী বলেছিলেন,'একদমই। আমি যখন শুনেছিলাম, তখন স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমি সেই পরিস্থিতিতেই ছিলাম না যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কী বলা উচিত। এত বড় দুর্নীতির সঙ্গে আমার নাম কীভাবে চলে এল বুঝতেই পারিনি।' যেহেতু ইতিমধ্যেই একাধিকবার তার নাম উঠে এসেছিল, তাই কারণ জানতে চাইতেই হৈমন্তী বলেছিলেন, কুন্তল ঘোষ প্রতিদিনই কারও না কারও নাম নিয়েছে। এতদিন আমার নাম নেয়নি। কিন্তু সিবিআই যখন গোপালবাবুকে ডেকে পাঠালেন, তখন শুনলাম যে কোনও ব্যাঙ্কের নমিনিতে আমার নাম ছিল, তাই হয়ত আমার নাম নিয়েছে সুযোগ বুঝে।'
আরও পড়ুন,'শুভেন্দু নিজেই দুর্নীতিগ্রস্থ, তদন্ত হোক', বিরোধী দলনেতার পাল্টা অখিল গিরি
গোপাল দলপতির ভূপতিনগরের বাড়ির পরে এদিন, গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই। গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাট রয়েছে হরিদেবপুরে। আর নববর্ষের দিনে সেখানেই তল্লাশি অভিযান সিবিআই-র। ২৬ ঘণ্টা ধরে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান চালানো হয়েছে। বীরভূম-কলকাতায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমে তল্লাশি চলেছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির গ্রামের বাড়িতেও সিবিআইয়ের অভিযান। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের।