Bengal Recruitment Scam : শূন্যপদের থেকেও বেশি নিয়োগ পার্থ জমানায় ! কেস ডায়েরিতে উল্লেখ CBI-র
Recruitment Scam : সোমবারও আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অনেকের নম্বরে কারচুপি হয়েছে।
কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) , সুবীরেশ ভট্টাচার্য ( Subiresh Bhattacharya ) , মিডলম্যান প্রসন্ন রায়-সহ ৭ জনকে আজ আলিপুরের বিশেষ সিবিআই (CBI ) আদালতে পেশ করা হল। সোমবারও আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অনেকের নম্বরে কারচুপি হয়েছে।
আদালতে সিবিআই কী জানাল ?
আদালতে সিবিআই-এর দাবি, ' যাঁদের নম্বর বাড়ানো হয়েছে, এমন ৪ জনকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। ' তখন বিচারপতি বলেন, ' এঁরাও তো দুর্নীতির অংশ, তাহলে গ্রেফতার নয় কেন' । সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন বিচারক।
ধৃতদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে, আদালতে দাবি সিবিআইয়ের। আদালতে পেশ করা কেস ডায়েরিতে সিবিআইয়ের দাবি, টাকা দিয়ে ভুয়ো নিয়োগপত্র মিলেছে বলে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন। 'শূন্যপদের থেকেও বেশি নিয়োগপত্র দেওয়া হয় পার্থর জমানায়। বাড়তি নিয়োগপত্র পিছুও নেওয়া হয় টাকা। ' কেস ডায়েরিতে উল্লেখ সিবিআইয়ের।
সিবিআই সূত্রে খবর, সোমবার পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়, অশোক সাহা, প্রসন্ন রায় ও প্রদীপ সিং, এই ৭ জনের জামিনের বিরোধিতা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তদন্তে উঠে আসা নতুন তথ্যকে হাতিয়ার করেই পার্থ-সহ ৭ জনকে জেল হেফাজতে রেখে ফের জেরা করার অনুমতি চাওয়া হবে। খবর সিবিআই সূত্রে।
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
অন্যদিকে, ধর্মতলায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ওয়াই চ্যানেলে বসার আগে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়লে, তাঁদের টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়।