Bengal SIR Row: নির্ভেজাল তথ্য চেয়ে নয়া নির্দেশিকা কমিশনের, কী কারণে বেঁকে বসেছেন তৃণমূলপন্থী বহু BLO ?
BLO ON EC: কত এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে? কত সংগ্রহ ? কতগুলি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে? মোট মৃত ভোটার কত ? কমিশনের নয়া নির্দেশিকায় বেঁকে বসেছেন তৃণমূলপন্থী বহু BLO !

রুমা পাল,আবীর দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: মৃত ভোটার, পাকাপাকিভাবে স্থানান্তরিত ভোটারদের নিয়ে একেবারে নির্ভেজাল তথ্য চায় নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশনের নির্দেশ দিল, এই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করে সেখানে সই করতে হবে BLO এবং BLA-দের। এদিকে এই ফর্মে সই করবেন না বেঁকে বসেছেন তৃণমূলপন্থী অনেক BLO... পাল্টা BLO ও ভোটকর্মী ঐক্যমঞ্চ বলছে, ঠিক কাজ করেছে কমিশন।
আরও পড়ুন, 'তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ?' তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই এবার বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের !
প্রথমে ছিল ২ হাজার ২০৮!নির্বাচন কমিশন জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট চাইতেই এক ধাক্কায় তা নেমে আসে ৪৮০-তে। সেখান থেকে ২৯! আর এবার ২৯ থেকে নেমে হয়ে গেল ৭! কোনও মৃত্য়ু হয়নি। কোনও ভোটার স্থানান্তরিত হয়নি। কোনও ডুপ্লিকেট ভোটার নেই!নির্বাচন কমিশনের কড়াকড়ির পর রাজ্য়ে এমন বুথের সংখ্য়া যেভাবে হু হু করে নিচে নামতে শুরু করেছে, তা এখন রাজ্য় রাজনীতির চর্চিত বিষয়। এই প্রেক্ষাপটেই মৃত স্থানান্তরিত,'ডবল এন্ট্রি'র ভোটারদের পুঙ্খানুপুঙ্খ হিসেব পেতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হল, এবার জেলায় জেলায় বৈঠক করবেন BLO-রা। কত এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে? কত এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে? কতগুলি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে? মোট মৃত ভোটার কতজন রয়েছেন? পাকাপাকিভাবে স্থানান্তরিত হওয়া ভোটারের সংখ্যা কত? কতজন SIR ফর্ম নেননি? এই সমস্ত হিসেব একজায়গায় করে একটি ফর্ম ফিলআপ করতে হবে BLO-দের। তাতে তাঁদের সইয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের BLA-দেরও সই করতে হবে!
২টি কপিতে সই করার পর একটি কপি জমা দিতে হবে ERO-দের। অপর কপি BLO-রা নিজেদের কাছে রেখে দেবে। কিন্তু তৃণমূলপন্থী বিএলও-দের একাংশ এই ফর্মে সই করতে নারাজ।তৃণমূলপন্থী BLO বলেন, আমি সই করব না।' বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 'কমিশনের ঠিক সিদ্ধান্ত। কোন বিএলও কী করেছে প্রমাণ হিসাবে থেকে যাবে।'এরই মধ্যে বৃহস্পতিবার ফের CEO দফতরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী সংগঠন 'BLO অধিকার রক্ষা কমিটি'।
ব্যারিকেড ভেঙে রাস্তার ওপর আন্দোলনে বসে পড়ে তারা। পুলিশের দিকে ছোড়া হল প্ল্যাকার্ডের স্টিক। এরপর ৬ জন বিএলও ও মৃত BLO-দের পরিবারের ৩ জন সদস্যর সঙ্গে দেখা করেন রাজ্য়ের অতিরিক্ত মুখ্য় নির্বাচনী আধিকারিক! BLO মৌমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার ওপর ERO-র কাজও চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রচন্ড কাজের চাপ।
এদিকে তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুতে বিএলও-দের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে!বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ বলে যেখানে আবশ্যক সেখানে রাজ্য সরকার 'SIR' এর কাজের জন্য নির্বাচন কমিশনকে বেশি করে কর্মী দিক। এতে কর্মচারীদের কাজের চাপ কমবে। যাঁদের কাজ করতে করতে অসুবিধা হচ্ছে তাঁদের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখুক।
এরই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, 'SIR' নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আবশ্যিক কাজ। সরকারি কর্মচারীদের এটা করতেই হবে। বিজেপি নেতা রাহুল সিন্হা বলেন, সুপ্রিম কোর্ট ঠিকই বলেছে। লোক কী করে দেবে রাজ্য সরকার বুঝুক। সব মিলিয়ে এসআইআর নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ-নিত্য় নতুন নির্দেশিকার শেষ নেই!






















