Birbhum: সরাসরি পুজোয় অংশ না নিলেও একাদশীতে তিন দুর্গাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন এই আদিবাসীরা
Durga Puja 2022: 'বিকেল থেকে কয়েক ঘণ্টার জন্য জঙ্গলের মধ্যে মেলা বসে। মেলায় মিষ্টি, পাঁপড়ের পাশাপাশি চুড়ি মালারও দোকান বসে। কোভিডের জন্য পর পর দুই বছর বন্ধ ছিল মেলা।'
ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: পুজোয় (Durga Puja 2022) সরাসরি অংশগ্রহণ না করলেও একাদশীর দিন তিনটি পুজোকে ঘিরে আনন্দে মাতেন আদিবাসীরা (Adivasi)। জঙ্গলের মধ্যে বসে মেলা। রাত পর্যন্ত চলে আদিবাসী নৃত্য। বর্তমানে এই মেলা মিলন উৎসবে পরিণত হয়েছে।
তিন পুজো নিয়ে আনন্দ-উৎসব
গ্রামের নাম বড়জোল। রামপুরহাট শহর থেকে আট কিলোমিটার দূরে ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত এই গ্রাম। ১১০ বছর আগে বড়জোল গ্রামের মাঝে দুর্গা পুজো শুরু করেন গ্রামেরই কয়েকজন মানুষ। বড়জোল গ্রামের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি আদিবাসী গ্রাম। তাঁরা পুজোয় সরাসরি অংশগ্রহণ না করলেও একাদশীর দিন প্রতিমা নিয়ে যাওয়া হয় বেলপাহাড়ি সংলগ্ন আদিবাসী এলাকা নাককাটি বনে। সেখানে মাচার উপর প্রতিমা রেখে শুরু হয় আদিবাসী নৃত্য। শুধুমাত্র আদিবাসীদের মনোরঞ্জনের জন্যই পুজোর শুরুর সময় প্রতিমা কয়েক ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ওই আদিবাসী এলাকায়। সেই রীতি আজ চলে আসছে।
বর্তমানে বড়জোলে আরও একটি পুজো বেড়েছে। বেলপাহাড়ি গ্রামেও একটি পুজো শুরু হয়েছে। ফলে এখন তিনটি প্রতিমাকে ঘিরে আনন্দে মাতেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বড়জোল গ্রামের বাসিন্দারা বলেন, 'পুজোয় একটা দিন আদিবাসীদের আনন্দ দিতেই প্রতিমা জঙ্গলে নিয়ে যাওয়া হয়। বিকেলে প্রতিমা মন্দির থেকে বের করে গোটা গ্রাম প্রদক্ষিণ করানো হয়। এরপর নিয়ে যাওয়া হয় জঙ্গলে। সেখানে আদিবাসীরা মা দুর্গাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা নৃত্য পরিবেশন করেন। বিকেল থেকে কয়েক ঘণ্টার জন্য জঙ্গলের মধ্যে মেলা বসে। মেলায় মিষ্টি, পাঁপড়ের পাশাপাশি চুড়ি মালারও দোকান বসে। কোভিডের জন্য পর পর দুই বছর বন্ধ ছিল মেলা। রাত্রি ৯টার পর প্রতিমা গ্রামে ফিরিয়ে এনে কুন্তি পুকুরে নিরঞ্জন করা হয়।'
আরও পড়ুন: Durga Puja 2022: ৮ অক্টোবর পুজো কার্নিভাল, পুলিশের সঙ্গে বৈঠক ১০০ পুজো কমিটির
আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কথায়, 'এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। কয়েক ঘণ্টা প্রতিমা থাকেন আমাদের দেখভালে। রাত পর্যন্ত আমরা তিনটি প্রতিমাকে ঘিরে আনন্দ করে থাকি।'
অন্যদিকে পুজো শেষ। আগামী ৮ অক্টোবর রেড রোডে দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর (Durga Puja) কার্নিভাল (carnival)। সেই উপলক্ষ্যে ১০০টি পুজো কমিটির উদ্যোক্তাদের (organizer) সঙ্গে বৈঠক পুলিশের। আলিপুর বডিগার্ড লাইনস্-এ (alipore bodyguard lines) পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক।