Birbhum: গোপন সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দু'জনকে গ্রেফতার বীরভূম জেলা পুলিশের
Birbhum News: বীরভূম জেলা পুলিশ সুপার জানান, গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুই ব্যক্তির নাম উঠে আসে।
এরশাদ আলম, বীরভূম: ফের অস্ত্র উদ্ধারে সাফল্য পুলিশের। এবার গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুষ্কৃতীকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ।
আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে
গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ।
এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুই ব্যক্তির নাম উঠে আসে। পুলিশ সুপার বলেন, 'আমরা খবর পেয়েছিলাম তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা করেছিল।' এরপর নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ এই দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে। তারা বাইকে করে আগ্নেয়াস্ত্র, গুলি নিয়ে যাচ্ছিল। নানুর থানার পালিতপুর থেকে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।
খাস কলকাতায় অস্ত্র উদ্ধার
সম্প্রতি হরিদেবপুরে অটো ভর্তি অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয় ৪ জন। সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে পাকড়াও করা হয়েছে তাদের। ‘ঢাকা পোশাকে, হেলমেট পরে অটোয় বোমা-আগ্নেয়াস্ত্র বোঝাই ব্যাগ রাখা হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ে অটোয় বোমা-আগ্নেয়াস্ত্র রাখার ছবি।’ সূত্রের খবর, সেই ফুটেজ খতিয়ে দেখে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
দুষ্কৃতী তাণ্ডব, শ্যুটআউটের পর খাস কলকাতায় উদ্ধার হল বোমা-অস্ত্র-কার্তুজ। হরিদেবপুরে একটি অটো থেকে সেগুলি উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সন্দেহভাজন দুই যুবকের ছবি। পুলিশের প্রাথমিক অনুমান, চারদিন ধরে অটোতেই ছিল অস্ত্র ও বোমা। আতঙ্কে বাসিন্দারা।